কুষ্টিয়া জেলার সরকারি হাসপাতালগুলোতে দীর্ঘ কয়েক মাস ধরে মারাত্মকভাবে জলাতঙ্ক ভ্যাকসিনের সংকট দেখা দিয়েছে। জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে সদর হাসপাতাল কোনো স্থানেই এই জীবনরক্ষাকারী ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। আরও উদ্বেগজনক বিষয় হলো, বেসরকারি ফার্মেসিগুলোতেও জলাতঙ্ক ভ্যাকসিনের কোনো সরবরাহ নেই।
প্রতিদিনই মানুষ কুকুর, বিড়ালসহ বিভিন্ন প্রাণীর কামড়ের শিকার হচ্ছেন। কিন্তু ভ্যাকসিনের অভাবে তারা বাধ্য হয়ে চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরছেন অথবা দূর-দূরান্তের জেলায় ছুটছেন, যা সময় ও অর্থ উভয় দিক থেকেই কষ্টসাধ্য। অথচ জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ, যার সময়মতো ভ্যাকসিন গ্রহণ না করলে মৃত্যুঝুঁকি প্রায় নিশ্চিত।
এমন পরিস্থিতিতে জেলার সাধারণ মানুষ চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। একটি গুরুত্বপূর্ণ ও জরুরি ভ্যাকসিনের এ ধরনের দীর্ঘস্থায়ী সংকট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকেই স্পষ্টভাবে তুলে ধরে।
অতএব, সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষ ও সরকারের নিকট বিনীত অনুরোধ অতিসত্বর কুষ্টিয়া জেলার সব সরকারি হাসপাতালে জলাতঙ্ক ভ্যাকসিনের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং ভবিষ্যতে যেন এ ধরনের সংকট আর না দেখা দেয়, সে জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য ।
মুহাম্মদ শাফায়াত হুসাইন