যানজটমুক্ত ও শান্তিপূর্ণ নগরী হিসেবে রংপুর বরাবরই সুপরিচিত। কিন্তু বর্তমানে অতিরিক্ত যানজট ও কোলাহল নগরবাসীর জীবনকে দুর্বিষহ করে তুলেছে। রংপুরের সিটি বাজার এলাকা থেকে জাহাজ কোম্পানি পর্যন্ত দীর্ঘ যানজটে পড়তে হচ্ছে নগরবাসীকে। এছাড়াও লালবাগ ও সাতমাথা এলাকাতেও দীর্ঘ যানজটের চিত্র দেখা যাচ্ছে।
উক্ত এলাকাগুলো নগরীর প্রাণকেন্দ্র হওয়ায় অফিস, আদালত ও স্কুল-কলেজগামী মানুষকে প্রতিনিয়ত ব্যাপক ভোগান্তির শিকার হতে হচ্ছে। সময়মতো গন্তব্যে পৌঁছানো অনেকের জন্যই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এতদিন যানজটমুক্ত এই নগরীতে হঠাৎ করে যানজট বৃদ্ধির পেছনে কয়েকটি কারণ স্পষ্ট। অতিরিক্ত রিকশা ও অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল, ট্রাফিক আইন অমান্য এবং বিকল্প সড়কের অভাব এর অন্যতম প্রধান কারণ।
এই পরিস্থিতি নিরসনে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ, লাইসেন্সবিহীন যানবাহন আইনের আওতায় আনা, ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সুপরিকল্পিত বিকল্প সড়কের ব্যবস্থা করা হলে যানজট অনেকাংশে কমবে বলে মনে করা যায়।
রংপুরের যানজট নিরসনে সাধারণ জনগণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা একান্ত প্রয়োজন।
সাইফুল্লাহ আত তালহা