কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার এক সময়ের খরস্রোতা পদ্মা নদীর শাখা নদী চন্দনা আজ চরম অবহেলা ও দখলের শিকার। প্রভাবশালী একটি মহল অবৈধভাবে নদীর বিভিন্ন অংশে বাঁধ দিয়ে পানি আটকে মাছ চাষ করছে, যা নদীর স্বাভাবিক গতিপথ ও অস্তিত্বের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বর্ষা মৌসুমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা এবং ধীরে ধীরে নদীটি মৃত জলাশয়ে পরিণত হচ্ছে। এতে একদিকে যেমন পরিবেশ ও জীববৈচিত্র ধ্বংস হচ্ছে, অন্যদিকে নদীনির্ভর মানুষের জীবন-জীবিকাও হুমকির মুখে পড়ছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, প্রকাশ্যেই এই অবৈধ কর্মকান্ড চললেও কার্যকর প্রশাসনিক পদক্ষেপ চোখে পড়ছে না। নদী দখল ও অবৈধ মাছ চাষ বন্ধ না হলে অচিরেই চন্দনা নদী মানচিত্র থেকেই হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
অতএব, সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবেশ রক্ষা কর্তৃপক্ষের নিকট জোর দাবি চন্দনা নদীর সব অবৈধ বাঁধ অপসারণ, দখল উচ্ছেদ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নদীটির স্বাভাবিক প্রবাহ ও প্রাণ ফিরিয়ে আনা হোক।
মুহাম্মদ শাফায়াত হুসাইন