image

প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন জরুরি

প্রাথমিক পর্যায় হলো শিক্ষার বীজ অঙ্কুরোদগমের সময়। তাই, ভালো ফল লাভের জন্য প্রাথমিক শিক্ষার যাবতীয় বিষয়ের প্রতি সঠিক পরিচর্যা করা অত্যন্ত জরুরি। এই পর্যায়ে শিক্ষার সঠিক মান নিশ্চিত না করা গেলে, সুশিক্ষিত স্নাতক তৈরি সম্ভব হবে না। আমাদের দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান সমস্যা হলো দক্ষ ও যোগ্য শিক্ষকের অভাব। যার ফলে, শিক্ষার্থীরা সঠিকভাবে শিখতে পারছেনা। প্রত্যন্ত অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলো নানা অব্যবস্থাপনায় ভরপুর। যেমন- শ্রেণীকক্ষ সংকট, শিক্ষক সংকট, যাতায়াত সমস্যা, নিয়ম-শৃঙ্খলার ঘাটতি ইত্যাদি।

দারিদ্র্যের কারণে অনেকে তাদের সন্তানদের বিদ্যালয়ের আনুষঙ্গিক খরচের জোগান দিতে পারে না। এসব সংকট পূরণের লক্ষ্যে সরকারি সহায়তা বাড়ানো প্রয়োজন। যোগ্য শিক্ষক নিয়োগ, শিক্ষকদের যুগোপযোগী প্রশিক্ষণ প্রদান, শিক্ষকদের উপযুক্ত বেতন ও ভাতার ব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠানের আধুনিকায়ন, অভিভাবকদের মধ্যে সচেতনতা তৈরি এবং প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষা অফিসারদের নিয়মিত তদারকি ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন নিশ্চিত হবে বলে প্রত্যাশা করছি।

জাহিদ হাসান

সম্প্রতি