বুধবার, ১০ মার্চ ২০২১

সচিব পদে প্রথম

image

সচিব পদে প্রথম

জাকিয়া আক্তার চৌধুরী বাংলাদেশের প্রথম নারী সচিব। ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই পদে যোগ দেন।

তার জন্ম ১৯৪৪ সালের ২১ ফেব্রুয়ারি, সিলেটে। ১৯৬৮ সালের ২৪ ডিসেম্বর তিনি পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদান করেন অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারের কর্মকর্তা হিসেবে। তার ব্যাচের তিনশ’ কর্মকর্তার মধ্যে মাত্র দু’জন ছিলেন নারী। পূর্ব পাকিস্তান থেকে ওই ব্যাচে তিনিই ছিলেন একমাত্র নারী কর্মকর্তা। চাকরিতে যোগ দেয়ার পর তিনি পশ্চিম পাকিস্তানের লাহোরে প্রশিক্ষণ নেন।

সরকারি চাকরিতে যোগদানের আগে জাকিয়া আক্তার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক। ওই বিভাগ থেকেই প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন। ২০০১ সালের ২০ ফেব্রুয়ারি তিনি অবসরে যান।