alt

চির অন্তরালে বশীর আলহেলাল

গৌতম গুহ রায়

: সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০২১

বশীর আলহেলাল / ৬ জানুয়ারি ১৯৩৬; মৃত্যু : ৩১ আগস্ট ২০২১ (বয়স ৮৫)

কিছু খবরের প্রত্যাশা থাকে, কিছু কিছু প্রিয় মানুষ কথায়-আলাপে বারেবারেই আসেন। কিন্তু মানুষটির সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগের সুতো ছিঁড়ে যায়, কখনও দূরত্বের কারণে কখনও তাঁর বয়সজনিত নীরবতায়। বশীর আল হেলাল তেমনি, আমার জন্মশহরের সাহিত্য আলোচনায় তিনি বারংবার আলোচিত হন। আমার স্মৃতিসত্তা জুড়ে তিনি থাকেন নিয়মিত উপস্থিতি নিয়ে। তবুও তিনি সামগ্রিক সাহিত্য আলোচনায় অনুপস্থিত থেকে যান। তাঁর শহরে তিনি অপরিচিত হয়ে যান। দুদিন আগে তাঁর প্রয়াণের খবর একটা ঝটকা দিলো। টলিয়ে দিলো আমার নিজেরই স্থায়িত্ব।

আমরা যখন জলপাইগুড়ি শহর থেকে সাহিত্যচর্চা করতে স্থানীয় সাহিত্য ঐতিহ্যের রসদ খুজছি তখন যে কটি নাম প্রবলভাবে উঠে আসছিলো তাঁর অন্যতম বশীর আল হেলাল। স্বাধীন বাংলাদেশের বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও সুসাহিত্যিক। আসলে পঞ্চাশের জলপাইগুড়ি সুবর্ণখচিত সময় নিয়ে উজ্জ্বল। দেবেশ রায়, সুরজিত দাশগুপ্ত, অশ্রুকুমার সিকদার, অর্ণব সেন, অমিতাভ দাশগুপ্ত, সুরজিত বসু, কার্তিক লাহিড়ী, ভবানী সরকার প্রমুখ তখন এই শহরের মানুষ। একই আড্ডার, এবং স্পষ্টতই সবাই বামপন্থী আদর্শের সৃজনসেনা। বশীর আল হেলালরা থাকতেন নবাববাড়ি সংলগ্ন মুর্শিদাবাদ হাউসে, পরে স্টেশন রোডে। তাঁদের আদি বাড়ি মুর্শিদাবাদ। আনন্দ চন্দ্র কলেজ থেকে স্নাতক হয়ে উচ্চশিক্ষার জন্য চলে যান কলকাতা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। সাথীদের মধ্যে একমাত্র বশীর আল হেলাল মুক্তিযুদ্ধের প্রাক-মুহূর্তে সেসময়ের পূর্ব পাকিস্তানে চলে যান। তাঁর বড়দাকে পাকবাহিনী কর্তৃক বুদ্ধিজীবী হত্যার সময় হত্য করা হয়েছিলো। স্বাধীনতার পর বাংলা ভাষা আন্দোলন নিয়ে গবেষণা কাজ করেন তিনি। এছাড়াও বাংলা একাডেমি প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা নিয়েছিলেন।

সমৃদ্ধ সাহিত্যকর্ম রেখে গেছেন বশীর। তাঁর উল্লেখযোগ্য কিছু কাজ যেমন ‘নূরজাহানদের মধুমাস’, ‘শেষ পানপাত্র’, ‘কালো ইলিশ’, ‘আনারসের হাসি’ প্রভৃতি। গল্প, উপন্যাস ও শিশুসাহিত্যে সমান দক্ষতা দেখিয়েছেন তিনি। ‘ভাষা আন্দোলনের ইতিহাস’ এবং ‘বাংলা একাডেমির ইতিহাস’ তার দুটি অপরিহার্য গ্রন্থ।

আমার প্রথম পিতৃপুরুষের ভিটাযাত্রার সময় তাঁর সঙ্গে দেখা করার বাসনা ছিলো।

শোক, শ্রদ্ধাঞ্জলি
সমৃদ্ধ সাহিত্যকর্ম রেখে গেছেন বশীর। তাঁর উল্লেখযোগ্য কিছু কাজ যেমন ‘প্রথম কৃষ্ণচূড়া’, ‘নূরজাহানদের মধুমাস’, ‘শেষ পানপাত্র’, ‘বিপরীত মানুষ’, ‘কালো ইলিশ’, ‘আনারসের হাসি’ প্রভৃতি। গল্প, উপন্যাস ও শিশুসাহিত্যে সমান দক্ষতা দেখিয়েছেন তিনি

কথাসাহিত্যিক সাদ কামালী আমাকে নিয়ে যান বশীর আল হেলালের বাসায়। সেই স্মৃতি আমার অন্যতম আবেগঘন সময়ের স্মৃতি। বশীর আল হেলালের স্ত্রী ছিলেন জলপাইগুড়ির প্রধান নারী শিক্ষায়তন সদর বালিকা বিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্রী। দেশ ভাগের পর আর এই দিকের কোনো খবর জানেন না। আমাকে পেয়ে যেন তাঁর কৈশোরকাল সামনে পেলেন। কত কথা, কত খোঁজ নিলেন এই শহরের বর্তমানের। নিজে হাতে করে খাইয়েছিলেন গাজরের হালুয়া। সেদিন তাঁর চোখে দু’ফোঁটা জলে কি ক্রোধ ছিলো কাঁটাতারের প্রতি?

ফিরে আসার কিছু দিনের মধ্যেই বশীর আল হেলালের চিঠি আসে আমার ঠিকানায়। তাঁর সময়ে জলপাইগুড়ির বীনা প্রেস থেকে ছাপা তাঁর প্রথম বই, তাঁর গবেষণার বিষয় মধুসূদনকে নিয়ে। সেটি ও ‘দ্যোতনা’র জন্য একটি প্রবন্ধের হাতে লেখা পা-ুলিপি। এবং এক দীর্ঘ চিঠি ও প্রচুর ছড়া। ‘দ্যোতনা’য় সেই প্রবন্ধ ছাপা হয়।

বশীর আল হেলালের সঙ্গে আমার প্রথম দেখা কলকাতার এক সাহিত্য উৎসবে। বামপন্থীদের আয়োজনে অনুষ্ঠিত সেই সাহিত্য উৎসবে অঘোষিত জলপাইগুড়ি ব্লক তৈরি হয়ে যায় আড্ডায়। দেবেশ রায়, অর্ণব সেন, সুরজিত দাশগুপ্ত, বশীর আল হেলাল প্রমুখ। সেখানেই দেবেশ রায় তাঁর সাথে পরিচয় করান, আমিও পেয়ে যাই সেই মানুষটাকে, যাঁকে খুঁজছি অনেক বছর ধরে। আজ তিনি চলে গেলেন অমৃতের পথে। জলপাইগুড়ি ও পরবর্তীতে তাঁর প্রিয় বন্ধু ছিলেন সুরজিত দাশগুপ্ত, কিছুদিন আগে তিনি চলে গেছেন, আজ বন্ধুও চলে গেলেন। আমাদের প্রিয় বিয়োগের ভবিতব্য নিয়ে আমরা রয়ে গেছি।

ছবি

এলোমেলো স্মৃতির সমরেশ মজুমদার

সাময়িকী কবিতা

ছবি

লোরকার দেশে

ছবি

বিমল গুহের কবিতার অন্তর্জগৎ ও শিল্পৈশ্বর্য

ছবি

কবিতার সুনীল সুনীলের কবিতা

ছবি

রূপান্তরের অকথিত গল্পটা

ছবি

মানব সভ্যতার আত্মবিশ্লেষণের আয়না

ছবি

বাইরে একটা কিছু জ্বলছে

ছবি

‘কাফকার মতো হবো বলে আইন পড়েছিলাম’

ছবি

সত্যেন সেনের উপন্যাস: মিথ ও ইতিহাসলগ্ন মানুষ

ছবি

বিস্ময়ের সীমা নাই

ছবি

নগর বাউল ও ত্রিকালদর্শী সন্ত কবি শামসুর রাহমান

সাময়িকী কবিতা

ছবি

ও বন্ধু আমার

ছবি

লোরকার দেশে

ছবি

শামসুর রাহমানের কবিতায় ‘মিথ’

ছবি

বহুমাত্রিক শামসুর রাহমান

ছবি

দূর-সময়ের সার্বভৌম কবি

ছবি

মাহফুজ আল-হোসেন-এর দশটি কবিতা

ছবি

মনোজগতের অন্বেষায়

সাময়িকী কবিতা

ছবি

এক ঘর রোদ

ছবি

দ্রোহের রম্য পঙ্ক্তিমালা

ছবি

সংবেদী রঙে ও রেখায় প্রাণের উন্মোচন

ছবি

অলস দিনের হাওয়া

ছবি

লাসলো ক্রাসনাহোরকাইয়ের মর্মস্পর্শী ও দূরদর্শী সাহিত্যকর্ম

ছবি

‘ভাষার আরোপিত কারুকাজে খেই হারিয়ে ফেলি’

ছবি

সৈয়দ মনজুরুল ইসলামের জিন্দা লাশ কি প্রকৃত লাশ

ছবি

সৈয়দ মনজুরুল ইসলামের শিক্ষা দর্শন ও অলস দিনের হাওয়া

ছবি

ধ্রুপদী বোধ ও ব্যাধির কবিতা

ছবি

সুকান্তর কবিতায় বিপ্লবী চেতনা

সাময়িকী কবিতা

ছবি

মগ্নচৈতন্যে সৌন্দর্যধ্যান

ছবি

অধুনাবাদী নিরীক্ষার অগ্রসাধক

ছবি

‘বায়ান্নর আধুনিকতা ও প্রগতিশীল ধারাকে বহন করতে চেয়েছি’

ছবি

জাতীয় চেতনার অমলিন ধারক

tab

চির অন্তরালে বশীর আলহেলাল

গৌতম গুহ রায়

বশীর আলহেলাল / ৬ জানুয়ারি ১৯৩৬; মৃত্যু : ৩১ আগস্ট ২০২১ (বয়স ৮৫)

সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০২১

কিছু খবরের প্রত্যাশা থাকে, কিছু কিছু প্রিয় মানুষ কথায়-আলাপে বারেবারেই আসেন। কিন্তু মানুষটির সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগের সুতো ছিঁড়ে যায়, কখনও দূরত্বের কারণে কখনও তাঁর বয়সজনিত নীরবতায়। বশীর আল হেলাল তেমনি, আমার জন্মশহরের সাহিত্য আলোচনায় তিনি বারংবার আলোচিত হন। আমার স্মৃতিসত্তা জুড়ে তিনি থাকেন নিয়মিত উপস্থিতি নিয়ে। তবুও তিনি সামগ্রিক সাহিত্য আলোচনায় অনুপস্থিত থেকে যান। তাঁর শহরে তিনি অপরিচিত হয়ে যান। দুদিন আগে তাঁর প্রয়াণের খবর একটা ঝটকা দিলো। টলিয়ে দিলো আমার নিজেরই স্থায়িত্ব।

আমরা যখন জলপাইগুড়ি শহর থেকে সাহিত্যচর্চা করতে স্থানীয় সাহিত্য ঐতিহ্যের রসদ খুজছি তখন যে কটি নাম প্রবলভাবে উঠে আসছিলো তাঁর অন্যতম বশীর আল হেলাল। স্বাধীন বাংলাদেশের বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও সুসাহিত্যিক। আসলে পঞ্চাশের জলপাইগুড়ি সুবর্ণখচিত সময় নিয়ে উজ্জ্বল। দেবেশ রায়, সুরজিত দাশগুপ্ত, অশ্রুকুমার সিকদার, অর্ণব সেন, অমিতাভ দাশগুপ্ত, সুরজিত বসু, কার্তিক লাহিড়ী, ভবানী সরকার প্রমুখ তখন এই শহরের মানুষ। একই আড্ডার, এবং স্পষ্টতই সবাই বামপন্থী আদর্শের সৃজনসেনা। বশীর আল হেলালরা থাকতেন নবাববাড়ি সংলগ্ন মুর্শিদাবাদ হাউসে, পরে স্টেশন রোডে। তাঁদের আদি বাড়ি মুর্শিদাবাদ। আনন্দ চন্দ্র কলেজ থেকে স্নাতক হয়ে উচ্চশিক্ষার জন্য চলে যান কলকাতা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। সাথীদের মধ্যে একমাত্র বশীর আল হেলাল মুক্তিযুদ্ধের প্রাক-মুহূর্তে সেসময়ের পূর্ব পাকিস্তানে চলে যান। তাঁর বড়দাকে পাকবাহিনী কর্তৃক বুদ্ধিজীবী হত্যার সময় হত্য করা হয়েছিলো। স্বাধীনতার পর বাংলা ভাষা আন্দোলন নিয়ে গবেষণা কাজ করেন তিনি। এছাড়াও বাংলা একাডেমি প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা নিয়েছিলেন।

সমৃদ্ধ সাহিত্যকর্ম রেখে গেছেন বশীর। তাঁর উল্লেখযোগ্য কিছু কাজ যেমন ‘নূরজাহানদের মধুমাস’, ‘শেষ পানপাত্র’, ‘কালো ইলিশ’, ‘আনারসের হাসি’ প্রভৃতি। গল্প, উপন্যাস ও শিশুসাহিত্যে সমান দক্ষতা দেখিয়েছেন তিনি। ‘ভাষা আন্দোলনের ইতিহাস’ এবং ‘বাংলা একাডেমির ইতিহাস’ তার দুটি অপরিহার্য গ্রন্থ।

আমার প্রথম পিতৃপুরুষের ভিটাযাত্রার সময় তাঁর সঙ্গে দেখা করার বাসনা ছিলো।

শোক, শ্রদ্ধাঞ্জলি
সমৃদ্ধ সাহিত্যকর্ম রেখে গেছেন বশীর। তাঁর উল্লেখযোগ্য কিছু কাজ যেমন ‘প্রথম কৃষ্ণচূড়া’, ‘নূরজাহানদের মধুমাস’, ‘শেষ পানপাত্র’, ‘বিপরীত মানুষ’, ‘কালো ইলিশ’, ‘আনারসের হাসি’ প্রভৃতি। গল্প, উপন্যাস ও শিশুসাহিত্যে সমান দক্ষতা দেখিয়েছেন তিনি

কথাসাহিত্যিক সাদ কামালী আমাকে নিয়ে যান বশীর আল হেলালের বাসায়। সেই স্মৃতি আমার অন্যতম আবেগঘন সময়ের স্মৃতি। বশীর আল হেলালের স্ত্রী ছিলেন জলপাইগুড়ির প্রধান নারী শিক্ষায়তন সদর বালিকা বিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্রী। দেশ ভাগের পর আর এই দিকের কোনো খবর জানেন না। আমাকে পেয়ে যেন তাঁর কৈশোরকাল সামনে পেলেন। কত কথা, কত খোঁজ নিলেন এই শহরের বর্তমানের। নিজে হাতে করে খাইয়েছিলেন গাজরের হালুয়া। সেদিন তাঁর চোখে দু’ফোঁটা জলে কি ক্রোধ ছিলো কাঁটাতারের প্রতি?

ফিরে আসার কিছু দিনের মধ্যেই বশীর আল হেলালের চিঠি আসে আমার ঠিকানায়। তাঁর সময়ে জলপাইগুড়ির বীনা প্রেস থেকে ছাপা তাঁর প্রথম বই, তাঁর গবেষণার বিষয় মধুসূদনকে নিয়ে। সেটি ও ‘দ্যোতনা’র জন্য একটি প্রবন্ধের হাতে লেখা পা-ুলিপি। এবং এক দীর্ঘ চিঠি ও প্রচুর ছড়া। ‘দ্যোতনা’য় সেই প্রবন্ধ ছাপা হয়।

বশীর আল হেলালের সঙ্গে আমার প্রথম দেখা কলকাতার এক সাহিত্য উৎসবে। বামপন্থীদের আয়োজনে অনুষ্ঠিত সেই সাহিত্য উৎসবে অঘোষিত জলপাইগুড়ি ব্লক তৈরি হয়ে যায় আড্ডায়। দেবেশ রায়, অর্ণব সেন, সুরজিত দাশগুপ্ত, বশীর আল হেলাল প্রমুখ। সেখানেই দেবেশ রায় তাঁর সাথে পরিচয় করান, আমিও পেয়ে যাই সেই মানুষটাকে, যাঁকে খুঁজছি অনেক বছর ধরে। আজ তিনি চলে গেলেন অমৃতের পথে। জলপাইগুড়ি ও পরবর্তীতে তাঁর প্রিয় বন্ধু ছিলেন সুরজিত দাশগুপ্ত, কিছুদিন আগে তিনি চলে গেছেন, আজ বন্ধুও চলে গেলেন। আমাদের প্রিয় বিয়োগের ভবিতব্য নিয়ে আমরা রয়ে গেছি।

back to top