ময়মনসিংহে লকডাউন পরিস্থিতি
জরিমানা করেও কোন লাভ হচ্ছে না
ময়মনসিংহে লকডাউন পরিস্থিতি
জরিমানা করেও কোন লাভ হচ্ছে না
ঈদের পর সরকার ঘোষিত কঠোর লকডাউনের ৬ষ্ঠ দিনে ময়মনসিংহ নগরীতে দোকানপাট ও গণপরিবহন বন্ধ থাকলেও রিকশা, অটোরিকশা এবং ব্যক্তিগত যান ও সাধারণ মানুষের চলাচল প্রতিদিনই বাড়ছে। বেলা বাড়ার সাথে সাথে রাস্তাঘাটে মানুষের ভিড় আরও বাড়তে থাকে।
সকাল থেকে আইন শৃংখলা বাহিনী ও প্রশাসনের ভ্রাম্যমান আদালত নগরীরর প্রতিটি মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে নজরদারী করলেও লক ডাউন কার্যকর করতে পারছে না।
মানুষওষুধ কেনা, খাবার সংগ্রহ, টিকা নেয়া ও ব্যাংক থেকে টাকা সংগ্রহসহ বিভিন্ন অজুহাতে বেড়িয়ে আসছে ঘর থেকে।
কঠোর বিধি নিষেধের ৫ম দিনে জেলা ও উপজেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত ২৯৩ টি মামলায় ২ লাখ ৩৯ হাজার ৭৩০ টাকা জরিমানা আদায় করেছে। কঠোর বিধি নিষেধের গত পাঁচ দিনে ভ্রাম্যমান আদালত জেলায় মোট ১ হাজার ৭৭৭টি মামলায় ১০ লাখ ৪৮ হাজার ২৪৫ টাকা জরিমানা আদায় করেছে। এর পরও মানুষের মাঝে বিধি নিষেধ মানার কোন বালাই নেই।