image

স্টামফোর্ডে ভার্চুয়াল বৈশাখি আড্ডা

সংবাদ অনলাইন ডেস্ক

‘স্টামফোর্ড ভার্চুয়াল বৈশাখি আড্ডা ১৪২৮’ গতকাল ১৩ এপ্রিল, ২০২১ অনুষ্ঠিত হয়। আড্ডায় অংশগ্রহণ করেন স্টামফোর্ড বোর্ড অব ট্রাস্টির সদস্য ড. ফারাহনাজ ফিরোজ ও রুমানা হক রিতা, ফিল্ম এণ্ড মিডিয়া বিভাগের শিক্ষক একুশে পদক প্রাপ্ত ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও কবি সাকিরা পারভীন এবং জনসংযোগ বিভাগের প্রধান সুপা সাদিয়াসহ শিক্ষার্থীবৃন্দ। আড্ডাটি ছাত্র কল্যান উপদেষ্টা রেহানা আক্তার সঞ্চালনা করেন।

আড্ডায় বৈশাখ উদযাপনের ইতিহাস, অতীত ও বর্তমান বৈশাখ, বৈশাখী স্মৃতিচারণসহ কবিতা ও গানে মুখরিত ছিল।

‘ক্যাম্পাস’ : আরও খবর

» জকসু: ২৮ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে ৪৩১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল

সম্প্রতি