image

ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদ

বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি

মঙ্গলবার, ২৯ জুন ২০২১
নিজাম উদ্দিন শামিম, জবি

পুরান ঢাকার কলতাবাজারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৯ জুন) বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের এই দাবির সাথে একাত্মতা পোষণ করে মানববন্ধনে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা ওই ছাত্রীর শ্লীলতাহানিতে দোষীদের অতিদ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক দেওয়ার দাবি জানায়। এছাড়াও ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছে কর্তৃপক্ষের প্রতি।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলন কমিটির আহ্বায়ক আশরাফুল ইসলাম টিটন বলেন, আমরা দাবি জানাই দ্রুত অপরাধীকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হোক এবং এমন শাস্তি দেয়া হোক যাতে অন্য কেউ এই ধরণের জঘন্য কর্মকান্ডে জড়াতে দ্বিতীয়বার ভাবে।

‘ক্যাম্পাস’ : আরও খবর

» হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির দায়ে জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার

» জাবিতে পরিবারের নামে নামকরণকৃত চার হলের নাম পরিবর্তন, নতুন নাম চূড়ান্ত

সম্প্রতি