image

ক্যাম্পাসে সশরীরে হবে না ঢাবির শতবর্ষ পূর্তি অনুষ্ঠান

প্রতিনিধি, ঢাবি

আগামী ১ জুলাই ২০২১ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি। চলমান করোনাভাইরাস মহামারি পরিস্থিতি বিবেচনায় দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে সশরীরে কোনো অনুষ্ঠান হবে না। তবে অনলাইনে প্রতীকী কর্মসূচি পালিত হবে। ১শ বছর পূর্তির মূল অনুষ্ঠান হবে আগামী ১ নভেম্বর।

অনলাইনে প্রতীকী কর্মসূচির অংশ হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ওইদিন বিকেল ৪টায় এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে মূল বক্তা হিসেবে সংযুক্ত থাকবেন ভাষা সৈনিক, কলামিস্ট ও বুদ্ধিজীবী আবদুল গাফফার চৌধুরী। তিনি ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ : ফিরে দেখা’ শীর্ষক মূল বক্তব্য প্রদান করবেন।

ভার্চুয়াল এই আলোচনা সভা ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হবে। ফেসবুক লিংক : https://www.facebook.com/ICTCellDU/

মঙ্গলবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। শতবর্ষপূর্তির মূল অনুষ্ঠান বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণভাবে আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হবে বলেও এতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সংবাদকে বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় আমরা ১ জুলাই শতবর্ষের অনুষ্ঠান ভার্চুয়ালি করার সিদ্ধান্ত নিয়েছি। আগামী নভেম্বরে শিক্ষার্থীদের নিয়ে বড় পরিসরে জাঁকজমকপূর্ণভাবে শতবর্ষ উদযাপন করব। এর মধ্যে আমরা শিক্ষার্থীদের ভ্যাকসিন দিয়ে বিশ্ববিদ্যালয় খুলে দিতে পারব বলে আশা করছি।

‘ক্যাম্পাস’ : আরও খবর

» বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তনের সুপারিশ: ‘হঠকারী’ বলছে শিক্ষক নেটওয়ার্ক

» জকসু: ১৫৭ প্রার্থী কে কত ভোট পেলেন

সম্প্রতি