ঢাকার কেরাণীগঞ্জের আগানগরে একটি বহুতল ভবনে লাগা আগুন ১০ ঘণ্টা পার হলেও নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে আগানগরের জাবালে নূর টাওয়ারের বেজমেন্টে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার বেলা সাড়ে ৩টার দিকে জানান, আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তবে নেভানোর চেষ্টা অব্যাহত রয়েছে।
ফায়ার সার্ভিসের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, বেজমেন্টে বিভিন্ন দোকানের পাশাপাশি ঝুটের গোডাউন রয়েছে। ঝুটের স্তূপে আগুন ছড়িয়ে পড়ায় এবং সেখানে আগুন জিইয়ে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সময় বেশি লাগছে।
এর আগে শাহজাহান শিকদার বলেন, জাবালে নূর টাওয়ারটি কয়েকটি স্বতন্ত্র ভবন নিয়ে গঠিত হলেও এগুলোর বেজমেন্ট একটিই। ভবনটি বাণিজ্যিক ও আবাসিক উভয় ব্যবহারের জন্য। প্রথম ও দ্বিতীয় তলায় গার্মেন্টস পণ্যের দোকান ও ছোট ছোট ঝুটের গোডাউন রয়েছে, আর এর উপরের তলাগুলোতে রয়েছে আবাসিক কোয়ার্টার।
তিনি আরও জানান, বেজমেন্টে প্রবেশের মাত্র দুটি পথ রয়েছে। অধিকাংশ দোকানের তালা ও শাটার কেটে কেটে আগুন নেভানোর কাজ করতে হচ্ছে। এ কারণেও আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লাগছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর ৫টা ৩৭ মিনিটে আগুনের খবর পাওয়ার পর মাত্র ৮ মিনিটের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। এরপর কেরাণীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজারসহ বিভিন্ন ফায়ার স্টেশন থেকে একের পর এক ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।
দুপুরে শাহজাহান শিকদার জানান, প্রচণ্ড ধোঁয়ার কারণে ব্রিদিং অ্যাপারেটাস ও হ্যাজম্যাটসহ মোট ২০টি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে। এ সময় ভবনের ভেতরে আটকে পড়া আরও তিনজনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এর আগে সকাল ৯টা পর্যন্ত ভবনটি থেকে মোট ৪২ জনকে উদ্ধার করার তথ্য দেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, আগুন লেগেছে একটি বেজমেন্টে, যার ওপর সাতটি ভবন রয়েছে।
তিনি আরও বলেন, বেজমেন্টে রয়েছে গোডাউন, তার ওপরে মার্কেট এবং সর্বোচ্চ অংশে আবাসিক এলাকা। পুরো কাঠামোটি অত্যন্ত জটিল। বেজমেন্টে এক দিক থেকে সীমিতভাবে প্রবেশের সুযোগ পাওয়া যাচ্ছে, যা উদ্ধার ও আগুন নেভানোর কাজে চ্যালেঞ্জ তৈরি করছে।
অপরাধ ও দুর্নীতি: নবীগঞ্জে তিন মাস পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১
সারাদেশ: রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
আন্তর্জাতিক: ট্রাম্পের সঙ্গে বিরোধে মাদুরোর পাশে নেই শি-পুতিন