সাবেক চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ ২৪ জন আসামি
বাংলাদেশ ব্যাংক মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছে। মামলায় নগদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ কামাল, ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকসহ মোট ২৪ জনকে আসামি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ আমীর খসরু মতিঝিল থানায় এই মামলা দায়ের করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ২১ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ ব্যাংক নগদের কার্যক্রম পরিদর্শন করে। এতে বিভিন্ন ব্যাংকের ট্রাস্ট কাম সেটেলমেন্ট হিসাবে ইস্যুকৃত ই-মানির বিপরীতে ১০১ কোটি টাকারও বেশি রিয়েল মানির ঘাটতি পাওয়া যায়।
এরপর, ২১ আগস্ট বাংলাদেশ ব্যাংক নগদে প্রশাসক দল নিয়োগ করে, যারা বর্তমানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে। প্রশাসক দল দায়িত্ব গ্রহণের পর ৬৪৫ কোটি টাকার ই-মানি ঘাটতিসহ আরও কিছু গুরুতর আর্থিক অনিয়মের তথ্য উদ্ঘাটন করে। এর পরিপ্রেক্ষিতে, গত সোমবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংক মামলাটি দায়ের করে।
নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
মতিঝিল থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, নগদের ২৪ জনের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের পক্ষে আমীর খসরু একটি মামলা করেছেন। তবে, এই মামলায় এখনও পর্যন্ত কোনো গ্রেপ্তার হয়নি।
সাবেক চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ ২৪ জন আসামি
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫
বাংলাদেশ ব্যাংক মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছে। মামলায় নগদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ কামাল, ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকসহ মোট ২৪ জনকে আসামি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ আমীর খসরু মতিঝিল থানায় এই মামলা দায়ের করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ২১ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ ব্যাংক নগদের কার্যক্রম পরিদর্শন করে। এতে বিভিন্ন ব্যাংকের ট্রাস্ট কাম সেটেলমেন্ট হিসাবে ইস্যুকৃত ই-মানির বিপরীতে ১০১ কোটি টাকারও বেশি রিয়েল মানির ঘাটতি পাওয়া যায়।
এরপর, ২১ আগস্ট বাংলাদেশ ব্যাংক নগদে প্রশাসক দল নিয়োগ করে, যারা বর্তমানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে। প্রশাসক দল দায়িত্ব গ্রহণের পর ৬৪৫ কোটি টাকার ই-মানি ঘাটতিসহ আরও কিছু গুরুতর আর্থিক অনিয়মের তথ্য উদ্ঘাটন করে। এর পরিপ্রেক্ষিতে, গত সোমবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংক মামলাটি দায়ের করে।
নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
মতিঝিল থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, নগদের ২৪ জনের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের পক্ষে আমীর খসরু একটি মামলা করেছেন। তবে, এই মামলায় এখনও পর্যন্ত কোনো গ্রেপ্তার হয়নি।