রাজধানীর বাড্ডা লিংক রোডে দেওয়ান পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যাত্রীবেশে বাসে উঠে তারা আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
শুক্রবার রাত পৌনে ৮টার দিকে বাড্ডা লিংক রোডের গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা যাত্রী সেজে বাসে ওঠে এবং ভেতরে আগুন ধরিয়ে দেয়। আগুন দেওয়ার পরপরই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো. নাসিরুল আমীন জানান, রাত পৌনে আটটার দিকে দেওয়ান পরিবহনের ওই বাসে আগুন দেওয়া হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।