রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে বাড়ছে শয্যা : স্বাস্থ্য সচিব

সংবাদ অনলাইন ডেস্ক

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া জানিয়েছেন, দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এ কারণে রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে শয্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মোট ৭০০ থেকে ৮০০ শয্যা বাড়ানো হবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এ সময় সবাইকে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

সচিব বলেন, ‘কিছুক্ষণ আগে হৃদরোগ ইনস্টিটিউটে গেছি, সেখানে আরও ২০০ বেড বাড়ানোর কাজ শুরু হবে। পর্যায়ক্রমে বক্ষব্যধি হাসপাতালসহ অন্যান্য স্থানে ৭০০ থেকে ৮০০ বেড বৃদ্ধি করার চেষ্টা করব।’ সরকারের আন্তরিকতার কোন ঘাটতি নেই দাবি করে লোকমান হোসেন মিয়া বলেন, ‘আপনারা সীমাবদ্ধতার কথা জানেন। স্বাস্থ্যসেবার সঙ্গে যারা সম্পৃক্ত সবাই আন্তরিকভাবে কাজ করছে।’

তিনি বলেন, দায়িত্ব নেয়ার পর আমার আজকে তৃতীয় দিন। বৃহস্পতিবার সারাদিন আমাদের মিটিং ছিল। উত্তর সিটি করপোরেশনে এক হাজার ২৫০ বেডের হাসপাতাল হচ্ছে, সেখানে প্রায় আড়াইশ’ আইসিইউ থাকবে। এটা অচিরেই উদ্বোধন হবে। টিকার বিকল্প উৎস খুঁজে পেয়েছেন কিনা- জানতে চাইলে লোকমান হোসেন মিয়া বলেন, ‘সব চলছে, সব প্রচেষ্টা চলতেছে, ইনশাআল্লাহ।’

‘নগর-মহানগর’ : আরও খবর

» সাবেক প্রধানমন্ত্রীর সহকারীর স্ত্রীর ১০ তলা ভবন জব্দের আদেশ

সম্প্রতি