image

রাজধানীতে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
নিজস্ব বার্তা পরিবেশক

রাজধানীতে গাড়িচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ জনতা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (১৬ এপিল) ভোরে যাত্রাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। দুপুরে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোরে যাত্রাবাড়ী কাজলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে উত্তেজিত জনতা ওই গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়িটি জব্দ করা হয়েছে।

স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরে কাজলা বাগিচা এলাকা থেকে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন ওই মোটরসাইকেল আরোহী। ঘটনাস্থলে আসলে একটি গাড়ি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। মোটরসাইকেল আরোহী পড়ে যান। চলন্ত গাড়িতে পরে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি