রাজধানীর কামরাঙ্গীরচরের আহসানবাগে অটো-রিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ জুলাই) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।নিহতরা হলেন,আব্দুল মতিন (৪০) ও তার স্ত্রী ইয়াসমিন আক্তার ময়না (৩২)। তাদের দুই মেয়ের অবস্থাও আশঙ্কাজনক।
শুক্রবার (৯ জুলাই) ভোর ৪টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে আবাসিক সার্জন পার্থ শংকর পাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কামরাঙ্গীরচরে আগুনের ঘটনায় সকাল সাতটার দিকে আব্দুল মতিন মারা যান। ও তার স্ত্রী ইয়াসমিন আক্তার ময়না গতকাল রাতে মারা যান।
তিনি আরো জানান, নিহত ময়নার শরীরে ৯৫ শতাংশ দগ্ধ ছিল ও আবদুল মতিনের শরীরে ৯২ শতাংশ দগ্ধ ছিল। তাদের দুই মেয়ে মাইশা(৯)৪২ শতাংশ দগ্ধ ও আয়েশা (৫) ৪৬ শতাংশ দগ্ধ।তাদের চিকিৎসা চলছে কিন্ত অবস্থাও আশঙ্কাজনক।
অপরাধ ও দুর্নীতি: মব-গণপিটুনিতে জানুয়ারিতে নিহত বেড়ে দ্বিগুণ: প্রতিবেদন
বিজ্ঞান ও প্রযুক্তি: রিয়েলমি পি৪ পাওয়ারের সঙ্গে শুরু হলো ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির যুগ
বিজ্ঞান ও প্রযুক্তি: ক্যারিবি ও পিকাবোর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
বিজ্ঞান ও প্রযুক্তি: যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে জব ফেয়ার ও সেমিনার অনুষ্ঠিত