কামরাঙ্গীরচরে ব্যাটারি বিস্ফোরণে মারা গেল স্বামী-স্ত্রী, দুই মেয়ের অবস্থাও আশঙ্কাজনক

সংবাদ অনলাইন রিপোর্ট

রাজধানীর কামরাঙ্গীরচরের আহসানবাগে অটো-রিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ জুলাই) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।নিহতরা হলেন,আব্দুল মতিন (৪০) ও তার স্ত্রী ইয়াসমিন আক্তার ময়না (৩২)। তাদের দুই মেয়ের অবস্থাও আশঙ্কাজনক।

শুক্রবার (৯ জুলাই) ভোর ৪টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে আবাসিক সার্জন পার্থ শংকর পাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কামরাঙ্গীরচরে আগুনের ঘটনায় সকাল সাতটার দিকে আব্দুল মতিন মারা যান। ও তার স্ত্রী ইয়াসমিন আক্তার ময়না গতকাল রাতে মারা যান।

তিনি আরো জানান, নিহত ময়নার শরীরে ৯৫ শতাংশ দগ্ধ ছিল ও আবদুল মতিনের শরীরে ৯২ শতাংশ দগ্ধ ছিল। তাদের দুই মেয়ে মাইশা(৯)৪২ শতাংশ দগ্ধ ও আয়েশা (৫) ৪৬ শতাংশ দগ্ধ।তাদের চিকিৎসা চলছে কিন্ত অবস্থাও আশঙ্কাজনক।

‘নগর-মহানগর’ : আরও খবর

» উত্তরায় ভবনে আগুন: ছাদ বন্ধ থাকায় আটকা পড়েন বাসিন্দারা

» কেরানীগঞ্জে মা-মেয়ে খুনের নেপথ্যে ‘গৃহশিক্ষিকার সঙ্গে ঋণ নিয়ে দ্বন্দ্ব’: পুলিশ

» কালীগঞ্জে হোটেলে তুচ্ছ বিরোধে প্রাণ গেলো ব্যবসায়ীর, গ্রেপ্তার ৩

সম্প্রতি