তোমাদের যাহাদের সাথে

জাহিদুল হক

সংবাদ অনলাইন ডেস্ক

তোমাদের যাহাদের সাথে দেখা হয়েছিলো : ঘরে

কি বাইরে, স্মৃতিদের মতো ট্রেনে- বাসে, এরোপ্লেনে,

মিছিলে, স্লোগানে, যুদ্ধে, বিবাহে কি ম্লান ভাংগনেও-

তাহাদের সাথে যদি ফের আবার নতুন করে

দেখা হতো! আশ্চর্য শোকের মতো ঝলোমলো হতো

সেই দেখা-হওয়াগুলো! সালসবুর্গে, ধরো, দেখাটাই,

ঈন নদী পেরিয়েই তোমাকে জিজ্ঞেস করি, হাই!

দশ নম্বর কি এই দিকে? তুমি হেসে উঠতে তো

সেই আগের মতন; বলতে, চলো, আমাদিউসের

কাছে যাচ্ছি আমিও, প্রথম তুমি? আমি মাথা নাড়ি।

তখন কি কেঁপে ওঠে সাত সাগরের শত পাড়ি!

তোমার সিম্ফনি খোঁড়ে আর্তনাদগুলো- দুঃস্বপ্নের!

‘সংস্কৃতি’ : আরও খবর

» একুশে বইমেলার আগেই বাংলা একাডেমিতে ‘বিজয় মেলা’ করবে বাপুস

» বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবি উদীচীর

সম্প্রতি