image

চাঁদপুরে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে ৪ জন নিহত, ৪ কর্মীসহ ‘অ্যাডভেঞ্চার-৯’ আটক

শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি,চাঁদপুর

চাঁদপুরের হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে মেঘনা নদীতে ঢাকাগামী দুই লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৪ জন নিহত এবং কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে এ দুর্ঘটনা ঘটে। এর আগে সকালের দিকে এ দুর্ঘটনার খবরে ৮ জন মারা যাওয়ার কথা বলা হয়েছিল। পরে প্রশাসন বিস্তারিত তথ্য সংগহ করে ৪ মারা যাওয়ার খবর নিশ্চিত করে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনগত রাত আনুমানিক দুইটার দিকে মেঘনা নদীর চাঁদপুরের হাইমচর সীমন্তবর্তী নীলকমল বাংলা বাজার এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি জাকির সম্রাট-৩ ও বরিশালগামী অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের মধ্যে ভয়াবহ সংঘর্ষের এই দুর্ঘটনা ঘটে। এতে জাকির সম্রাট লঞ্চের অনেকাংশ দুমড়েমুচড়ে যায়।অল্পের জন্য ডুবে যাওয়া থেকে রক্ষা পায় বলে লঞ্চটির ভুক্তভোগী যাত্রীরা জানান।

দুর্ঘটনার পর আহত নিহত যাত্রীসহ অন্যান্য যাত্রীদের নিয়ে ক্ষতিগ্রস্ত লঞ্চটি চাঁদপুর না ভিড়িয়ে সরাসরি ঢাকা চলে যায়। সকালে নিহতদের মরদেহ লঞ্চ থেকে নামিয়ে নৌ পুলিশ ঢাকা মিডফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ এবং আহতদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বলে বিআইডব্লিউটিএ সদরঘাট কর্মকর্তা বাছির আলী জানিয়েছেন।

এই ঘটনায় অ্যাডভেঞ্চার লঞ্চসহ চারজন স্টাফকে আটক করেছে নৌ পুলিশ।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার জানান,অ্যাডভেঞ্চার লঞ্চটি ঝালকাঠি ঘাটে জব্দ করা হয়েছে।

ঘটনায় এমভি জাকির সম্রাট-৩ লঞ্চের যাত্রীদের মধ্যে নিহতরা হলেন- আ. গনি (৩৮)পিতা সিরাজুল বেপারী, মো. সাজু (৪৫) পিতা মো. কালু খা, সাং কাজিরাবাদ থানা, লালমোহন, জেলা, ভোলা, মো. হানিফ (৬০) পিতা আমির হোসেন, সাং আহমেদপুর থানা,চরফ্যাশন, জেলা, ভোলা ও রিনা বেগম (৩৫),পিতা মৃত মোক্তার হোসেন, স্বামী মিলন সাং কচুখালি, গজারিয়া, থানা লালমোহন, জেলা ভোলা।

হাসপাতালে ভর্তি আহত ০৩ জন যথাক্রমে মো. শাহাদত, পিতা মাতলাব বেপারী সাং কাজিরাবাদ চার নম্বর ওয়ার্ড, থানা লালমোহন, ভোলা, মোহাম্মদ মিনা (৪৫) পিতা আব্দুল আজিজ, সাং কচুখালী ১ নং ওয়ার্ড,থানা লালমোহন, জেলা ভোলা ও মোসা. রহিমা (৪৫) স্বামী মো. হানিফ সাং আহমদপুর, থানা চরফ্যাশন, ভোলা। ঢাকা নৌ পুলিশের বরাত দিয়ে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের এক প্রেসনোটে এ তথ্য জানিয়ে তাতে আরো বলা হয়, এডভেঞ্জার ৯ ঢাকা থেকে সম্মেলন এর যাত্রী নিয়ে বরিশাল, ঝালকাঠি এর উদ্দেশ্যে যাওয়ার পথে জাকির সম্রাট ৩ লঞ্চ ভোলা থেকে যাত্রী নিয়ে ঢাকা আসার পথে ইং রাত অনুমান সাড়ে১০ টার সময় চাঁদপুর হাইমচর এলাকায় মুখামুখি সংঘর্ষ ঘটে।

অ্যাডভেঞ্চার ৯ লঞ্চের আটকৃত চারজন স্টাফরা হলেন- মো. মিন্টু (২৮), পিতা- আ: কুদ্দুস মাঝি, সাং- কয়য়ারচর, থানা- নলছিটি, ঝালকাঠি, মো. সোহেল (৪০), পিতা- খলিলুর রহমান গাজী, সাং- বাহের গজালিয়া,থানা - গলাচিপা, জেলা- পটুয়াখালী, মহিন হাওলাদার (২৫), পিতা- সামছুল হক হাওলাদার, সাং-ভরতকাঠি, থানা-নলছিটি, ঝালকাঠি ও মো. মনিরুজ্জামান(৪০), পিতা- সিদ্দিকুর রহমান, সাং- দ: রুপসী, থানা- রুপগঞ্জ, নারায়ণগঞ্জ।

আজ শুক্রবার দুপুরে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম ইকবাল ও সদর ঘাট নৌ থানার ইনচার্জ সোহাগ রানা এসব তথ্য নিশ্চিত করেন।

‘জাতীয়’ : আরও খবর

» ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

» কারাগারে বসেই ভোট: ব্যালটে থাকবে না প্রার্থীর নাম, ডাকযোগে পৌঁছাবে ইসিতে

» হাদি হত্যা: যে রিকশায় গুলিবিদ্ধ হন সেই চালকের জবানবন্দি রেকর্ড

» ডেঙ্গু: আরও ৭১ জন হাসপাতালে ভর্তি

» টঙ্গীতে ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা গ্রেপ্তার

» পোস্টাল ভোট: ৭ লাখ ৩৯ হাজার নিবন্ধন

সম্প্রতি