ওমান উপসাগর থেকে একটি বিদেশি ট্যাঙ্কার জব্দ করেছে ইরানের কর্তৃপক্ষ। এ ঘটনায় ট্যাঙ্কারটির ক্যাপ্টেনসহ মোট ১৮ জন ক্রু সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।
হরমোজগান প্রদেশের বিচার বিভাগের বরাতে শনিবার প্রকাশিত খবরে বলা হয়, শুক্রবার জব্দ করা ট্যাঙ্কারটি প্রায় ৬০ লাখ লিটার পাচার করা জ্বালানি তেল বহন করছিল। ঘটনার পরপরই চলমান তদন্তের আওতায় ট্যাঙ্কারটির ক্যাপ্টেনসহ সব ক্রু সদস্যকে আটক করা হয়।
আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা ফারসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আটক হওয়া ক্রু সদস্যদের মধ্যে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ট্যাঙ্কারটি একাধিক গুরুতর লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল। এর মধ্যে রয়েছে কর্তৃপক্ষের ‘থামার নির্দেশ অগ্রাহ্য করা’, পালিয়ে যাওয়ার চেষ্টা এবং জাহাজ চলাচল ও বহন করা মালামালের বৈধ নথিপত্র না থাকা।
প্রসঙ্গত, ব্যাপক সরকারি ভর্তুকি ও মুদ্রার দরপতনের কারণে ইরান বর্তমানে বিশ্বের সবচেয়ে কম দামের জ্বালানি তেল সরবরাহকারী দেশগুলোর একটি। এ অবস্থায় দেশটি থেকে স্থলপথে প্রতিবেশী দেশগুলোতে এবং সাগরপথে পারস্য উপসাগরীয় আরব দেশগুলোতে বিপুল পরিমাণ জ্বালানি তেল পাচার হয়ে থাকে। দীর্ঘদিন ধরেই এই জ্বালানি চোরাচালান রোধে কঠোর অভিযান চালিয়ে যাচ্ছে ইরানি কর্তৃপক্ষ।
অপরাধ ও দুর্নীতি: নবীগঞ্জে তিন মাস পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১
সারাদেশ: রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
আন্তর্জাতিক: ট্রাম্পের সঙ্গে বিরোধে মাদুরোর পাশে নেই শি-পুতিন