মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দিনব্যাপী অনুর্ধ্ব-১৬ বালিকা কাবাডি প্রতিযোগিতায় ৬টি নারী স্কুল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী স্কুলগুলো যথাক্রমে- মহিলা স্পোর্টিং একাডেমী, পবা কাবাডি একাডেমী, হাটগাঙ্গপাড়া উচ্চ বিদ্যালয়, রাজশাহী বহুমুখি বালিকা উচ্চ বিদ্যালয়, হামিদপুর নওয়দাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ও নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়। ফাইনাল খেলায় মহিলা স্পোর্টিং একাডেমী ২৫-১৫ পয়েন্টে পবা কাবাডি একাডেমীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এই প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী। খেলা শেষে টুফি তুলে দেন ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক মো. আখতারুজ্জামান রেজা তালুকদার।