image

করোনা মোকাবিলায় বাংলাদেশকে ৫ কোটি ডলার ঋণ দেবে দ. কোরিয়া

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
সংবাদ অনলাইন ডেস্ক

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় বাংলাদেশকে ৫০ মিলিয়ন (৫ কোটি) মার্কিন ডলার ঋণ দেবে দক্ষিণ কোরিয়া। এছাড়া করোনা সংকট মোকাবিলায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ৮ লাখ ডলার মূল্যমানের টেস্ট কিট এবং অন্যান্য সরঞ্জাম অনুদান দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকাস্থ দক্ষিণ কোরিয়ার দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছে।

এক্সিম ব্যাংক কোরিয়া পরিচালিত উন্নয়নশীল দেশগুলোর আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচিতে সহায়তা করার জন্য একটি অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল (ইডিসিএফ) থেকে এই ঋণ সরবরাহ করা হবে।

এখনও অবধি, দ. কোরিয়া ২৪টি প্রকল্পের জন্য ইডিসিএফ সরবরাহ করেছে ১.১৪ বিলিয়ন ডলার সরবরাহ করেছে। এখাতে দ্বিতীয় বৃহত্তম প্রাপক বাংলাদেশ।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি