রাজধানীর কুড়িলে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আসমা বেগম (৩৭) নামে এক নারী পথচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ১১টার দিকে এঘটনা ঘটে।
ঘটনার পরপর সেখানে ডিউটিরত ট্রাফিক কনস্টেবল আব্দুল খালেক তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
পরে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃতের স্বামী মোশারফ হোসেন বলেন,সকালে আসমা কুড়িল চৌরাস্তার পাশে ভাতিজি হাজেরার শ্বশুর বাড়ি যান। সেখান থেকে বাসে তুলে দিতে ভাতিজিকে নিয়ে কুড়িল চৌরাস্তায় যান তিনি। সেখানে রাস্তা পার হওয়ার সময় একটি সিএনজি অটোরিকশা তাকে পেছন থেকে ধাক্কা দেয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। মোশারফ হোসেন বলেন,আমাদের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লায়। ঘরে দুই ছেলে এক মেয়ের আছে।
আন্তর্জাতিক: পাকিস্তানকে আরও ১২০ কোটি ডলার ঋণ দিল আইএমএফ
আন্তর্জাতিক: মদ বিক্রি শুরু করলো সৌদি আরব