image

জামিন, অন্তর্বর্তী আদেশের মেয়াদ বাড়ল

নিজস্ব বার্তা পরিবেশক

করোনাভাইরাসের মহামারীর কারণে আদালতের স্বাভাবিক বিচারিক কার্যক্রম বন্ধ থাকায় জামিন ও সব ধরনের অন্তর্বর্তী আদেশের কার্যকারিতা আরও এক মাস বাড়ানো হয়েছে।

প্রধান বিচারপতির নির্দেশে হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী গতকাল সোমবার এ বিজ্ঞপ্তি জারি করেন। করোনাভাইরাস পরিস্থিতির কারণে এর আগে আরও পাঁচবার মেয়াদ বাড়ানো হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল মামলায় আসামীকে নির্দিষ্ট সময় পর্যন্ত জামিন প্রদান করা হয়েছে বা যে সকল মামলায় উচ্চ আদালত হতে অধস্তন আদালতে নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণের শর্তে জামিন প্রদান করা হয়েছে বা যে সকল মামলায় নির্দিষ্ট সময়ের জন্য অন্তবর্তীকালীন আদেশ প্রদান করা হয়েছে সে সকল মামলার জামিন এবং সকল প্রকার অন্তর্বর্তীকালীন আদেশসমূহের কার্যকারিতা গত ২৭ জুনের বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় পরবর্তী একমাস পর্যন্ত বর্ধিত হয়েছে মর্মে গণ্য হবে।

এর আগে গত ৪ এপ্রিল, ১৮ এপ্রিল, ২ মে, ৩০ মে ও ২৭ জুন জামিন ও অন্তবর্তী সব আদেশের মেয়াদ বাড়ানো সংক্রান্ত বিজ্ঞপ্তি জরি করা হয়েছিল।

‘জাতীয়’ : আরও খবর

» ডেঙ্গু: ডেঙ্গুতে আরও ৩৫ জন হাসপাতালে

» দীপু চন্দ্র দাস হত্যা: লাশ পোড়ানোয় নেতৃত্বদানকারী ইয়াসিন গ্রেপ্তার

» ‘টাকা আত্মসাৎ’: সালমান রহমান, ভাই ও ছেলেদের বিরুদ্ধে আরও মামলা

» ‘ঋণ জালিয়াতি’: ওরিয়নের চেয়ারম্যান ওবায়দুল করিমের বিরুদ্ধে মামলা করবে দুদক

» ২৯৫ ওষুধ ‘অত্যাবশ্যকীয়’, দাম বেঁধে দেবে সরকার, উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত

সম্প্রতি