১২৫ জন বিশিষ্ট সংস্কৃতিকর্মীর বিবৃতি

চট্টগ্রামের সিআরবি এলাকায় হাসপাতাল নির্মানের পরিকল্পনা বাতিলের দাবি

মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
সংবাদ অনলাইন রিপোর্ট

দেশের ১২৫ জন বিশিষ্ট সংস্কৃতিকর্মী এক যৌথ বিবৃতিতে চট্টগ্রামের সিআরবি এলাকায় হাসপাতাল ও মেডিকেল কলেজ নির্মাণের সংবাদে বিস্ময় প্রকাশ করে অবিলম্বে এ ধরনের পরিকল্পনা বাতিল করে অন্য কোন স্থনে হাসপাতাল নির্মাণের দাবি জানিয়েছেন।

আজ মঙ্গলবার সংবাদ মাধ্যমে পাঠানো সম্মিলিত সাংষ্কৃতিক জোটের সদস্য হানিফ খান স্বাক্ষরিত এক বিবৃতিতে সংস্কৃতি কর্মীরা বলেন, বৃটিশ বিরোধী সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের অন্যতম সূতিকাগার ছিল এই সিআরবি পাহাড়তলী এলাকা। ১৯৭১ এর মার্চ মাসে এখানেই তৎকালীন ইপিআর সদস্যদের নিয়ে মেজর রফিক মুক্তিযুদ্ধের পক্ষে প্রথম গোপন ঘাঁটি গেড়েছিলেন। প্রস্তাবিত হাসপাতাল নির্মানের স্থানেই রয়েছে একাত্তরের শহীদ চাকসুর প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক শহীদ আবদুর রব এর সমাধি।

তারা বলেন, চট্টগ্রামের সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র, নৈসর্গিক সৌন্দর্যের আধার এই নয়নাভিরাম অঞ্চল হলো নগরবাসীর অক্সিজেন গ্রহণের অফুরন্ত উৎস।

বিবৃতিতে সার্বিক বিষয় বিবেচনা করে ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি এবং জনস্বার্থে সিআরবি এলাকা বাদ দিয়ে অন্য সুবিধাজনক স্থানে হাসপাতাল এবং মেডিকেল কলেজ নির্মাণের দাবি জানান তারা।

বিবৃতিতে স্বাক্ষর করেন রামেন্দু মজুমদার, আবেদ খান, মামুনুর রশীদ, মফিদুল হক, নাসিরুদ্দিন ইউসুফ, গোলাম কুদ্দুছ, কেরামত মাওলা, আশরাফুল আলম, মিলন কান্তি দে, ঝুনা চৌধুরী, হাসান আরিফ, আহকামউল্লাহ, নাদের চৌধুরী, দেবপ্রসাদ দেবনাথ, কামাল পাশা চৌধুরী, মানজার চৌধুরী সুইট, কবি আসলাম সানী, দীপা খন্দকার প্রমুখ।

‘জাতীয়’ : আরও খবর

» পুলিশ কমিশন অধ্যাদেশের গেজেট প্রকাশ

সম্প্রতি