করোনাভাইরাসের টিকা নেওয়ার জন্য সরকার বয়সের সীমাবদ্ধতা কমিয়ে ২৫ বছর করেছে। টিকা পাওয়ার জন্য নিবন্ধন সাইট সুরক্ষাতে গিয়ে দেখা যায়, দেশের ২৫ বছর ও তদূর্ধ্ব বয়সীরা এখন টিকা নিতে পারবেন। টিকার জন্য কয়েক ধাপে বয়সসীমা কমিয়েছে সরকার।
গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশে গণটিকাদান কার্যক্রম শুরু হয়। তখন বয়সসীমা ছিল ৫৫ বছর। কিন্তু ৮ ফেব্রুয়ারি থেকেই নিববন্ধনের জন্য ৪০ বছর বয়সসীমা নির্ধারণ করে সরকার। এরপর তা আরেক ধাপ কমিয়ে ৩৫ বছর করা হয়। সর্বশেষ ১৯ জুলাই থেকে ৩০ বছর বয়সীরাও নিবন্ধন করতে পেরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল ২৮ জুলাই পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন প্রায় ১ কোটি ৩৬ লাখ মানুষ। গতকাল পর্যন্ত প্রথম ডোজের টিকা পেয়েছেন ৮২ লাখ ৭০ হাজার ৪২২ জন। দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন ৪৩ লাখ ২২ হাজার ৩২৭ জন। দেশে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না ও সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা