জাপান থেকে পাঠানো অ্যাস্ট্রাজেনেকা টিকার ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ ঢাকায় এসে পৌঁছেছে। মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে টিকার এই চালান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
কোভ্যাক্সের আওতায় জাপানের বাংলাদেশকে ৩০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা সরবরাহ করার কথা। এর অংশ হিসেবে এই চালানটি দেশে এলো। এ নিয়ে তিন চালানে জাপান বাংলাদেশে মোট ১৬ লাখ ৪৩ হাজার ৩০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা পাঠিয়েছে।
এর আগে, গত ২৪ জুলাই দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ ও ৩১ জুলাই সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা পাঠায় জাপান।
আজ এই ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ হস্তান্তরের সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি উপস্থিত ছিলেন।
এ সময় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, ‘আজকে জাপান থেকে তৃতীয় ব্যাচ হিসাবে প্রায় ছয় লাখ ১০ হাজার অ্যাস্ট্রাজেনেকা টিকা পৌঁছেছে। এগুলো মিলিয়ে আজ পর্যন্ত প্রায় মোট ১৬ লক্ষ ৪০ হাজার অ্যাস্ট্রাজেনেকা টিকা এসে পৌঁছে গেছে। কালকে থেকে ঢাকা শহরে এই টিকাদান শুরু হয়েছে এবং আমি শুনেছি যে আগামী ৭ তারিখ থেকে সারা দেশে এই টিকাদান শুরু হবে।’
‘যারা এই অ্যাস্ট্রাজেনেকা টিকার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন, সেই ১৫ লাখ বন্ধুদের হাসিমুখ কল্পনা করে আমরা খুব আনন্দিত। আমরা বাংলাদেশকে মোট ৩০ লাখ ডোজ টিকা দেব। আমরা চেষ্টা করছি যেন বাকিগুলো এই মাসের মধ্যে পাঠাতে পারি,’ বলেন তিনি।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
মঙ্গলবার, ০৩ আগস্ট ২০২১
জাপান থেকে পাঠানো অ্যাস্ট্রাজেনেকা টিকার ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ ঢাকায় এসে পৌঁছেছে। মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে টিকার এই চালান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
কোভ্যাক্সের আওতায় জাপানের বাংলাদেশকে ৩০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা সরবরাহ করার কথা। এর অংশ হিসেবে এই চালানটি দেশে এলো। এ নিয়ে তিন চালানে জাপান বাংলাদেশে মোট ১৬ লাখ ৪৩ হাজার ৩০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা পাঠিয়েছে।
এর আগে, গত ২৪ জুলাই দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ ও ৩১ জুলাই সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা পাঠায় জাপান।
আজ এই ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ হস্তান্তরের সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি উপস্থিত ছিলেন।
এ সময় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, ‘আজকে জাপান থেকে তৃতীয় ব্যাচ হিসাবে প্রায় ছয় লাখ ১০ হাজার অ্যাস্ট্রাজেনেকা টিকা পৌঁছেছে। এগুলো মিলিয়ে আজ পর্যন্ত প্রায় মোট ১৬ লক্ষ ৪০ হাজার অ্যাস্ট্রাজেনেকা টিকা এসে পৌঁছে গেছে। কালকে থেকে ঢাকা শহরে এই টিকাদান শুরু হয়েছে এবং আমি শুনেছি যে আগামী ৭ তারিখ থেকে সারা দেশে এই টিকাদান শুরু হবে।’
‘যারা এই অ্যাস্ট্রাজেনেকা টিকার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন, সেই ১৫ লাখ বন্ধুদের হাসিমুখ কল্পনা করে আমরা খুব আনন্দিত। আমরা বাংলাদেশকে মোট ৩০ লাখ ডোজ টিকা দেব। আমরা চেষ্টা করছি যেন বাকিগুলো এই মাসের মধ্যে পাঠাতে পারি,’ বলেন তিনি।