ঢাকাই চলচ্চিত্রের আলোচিত- সমালোচিত নায়িকা পরীমণির বাসা থেকে বিদেশি বিভিন্ন দামি মদের পাশাপাশি ভয়ংকর মাদক আইস ও এলএসডি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। তাকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দফতরে নেয়া হয়েছে।
বুধবার (৪ আগস্ট) রাত আটটার দিকে তাকে আটক করে র্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে তার বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এর আগে বিকাল সাড়ে চারটার দিকে র্যাব জানায়, চিত্রনায়িকা পরীমণির বাসায় অভিযান চালানো হয়েছে। খন্দকার আল মঈন বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হয়েছে। শিগগিরই বিস্তারিত তথ্য জানানো হবে।’
প্রসঙ্গত, আজ বুধবার (৪ আগস্ট) বিকাল পৌনে চারটার দিকে আইনশৃঙ্খলা বাহিনী এ চিত্রনায়িকার বনানীর বাসায় উপস্থিত হয়। এরপর আতঙ্কিত পরী লাইভে এসে তাদের পরিচয় পাননি বলে দাবি করেন।
আন্তর্জাতিক: পাকিস্তানকে আরও ১২০ কোটি ডলার ঋণ দিল আইএমএফ
আন্তর্জাতিক: মদ বিক্রি শুরু করলো সৌদি আরব
আন্তর্জাতিক: ভারতের বৃহত্তম এয়ারলাইনে যেভাবে ধস নামলো