image

এসএসসির আগে কোনও পাবলিক পরীক্ষা নয়, পাল্টাচ্ছে এইচএসসিও

নিজস্ব বার্তা পরিবেশক

দেশের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি জানিয়েছেন, এসএসসির আগে কোনো পাবলিক পরীক্ষা হবে না।পরিবর্তন হতে পারে এইচএসসির নাম ও গ্রেডিং পদ্ধতি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে সোমবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় শিক্ষাক্রম রূপরেখা উপস্থাপনের পর সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

তিনি জানিয়েছেন, ২০২৩ সাল থেকে দেশে পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) এবং অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) থাকবে না।থাকবে না তৃতীয় শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষাও।

একইসঙ্গে এইচএসসির ফল হবে একাদশ এবং দ্বাদশের চূড়ান্ত পরীক্ষার ফল মিলিয়ে।এইচএসসির নাম ও গ্রেডিং সিস্টেমও পরিবর্তন হতে পারে।

এছাড়া নবম-দশম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্যের মতো বিভাজন থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

‘জাতীয়’ : আরও খবর

» বিদ্যুৎ-জ্বালানি খাতের খসড়া মহাপরিকল্পনা বাতিলসহ ৫ দফা দাবি

» গণভোট: প্রধান উপদেষ্টা কেন ‘হ্যাঁ’-এর পক্ষে, ব্যাখ্যা দিলো তার দপ্তর

» গণভোট: ‘হ্যাঁ-এর পক্ষে প্রচারে প্রজাতন্ত্রের কর্মচারীদের ‘আইনগত বাধা নেই’, দাবি আলী রীয়াজের

সম্প্রতি