image

করোনায় দ্বিতীয় ডোজের আওতায় এক কোটি ৪০ লাখ মানুষ

সংবাদ অনলাইন রিপোর্ট

দেশে এ পর্যন্ত মোট টিকা এসেছে ৪ কোটি ৪৩ লাখ ১৫ হাজার ৮০ ডোজ। এর মধ্যে ৩ কোটি ৫১ লাখ ৬১ হাজার ৪৫০ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ, এই মুহূর্তে টিকা মজুত আছে ৯১ লাখ ৫৩ হাজার ৬৩০ ডোজ। এ পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ কোটি ১১ লাখ ৪০ হাজার ৯৭৮ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৪০ লাখ ২০ হাজার ৪৭২ জন।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, আজ (১৩ সেপ্টেম্বর) সোমবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩২ হাজার ৩৬৪ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬ হাজার ৭৬৯ জনকে।

এ দিন ফাইজারের প্রথম ও দ্বিতীয় ডোজ কাউকেই দেওয়া হয়নি।

এছাড়া সোমবার সিনোফার্মের টিকা প্রথম ডোজ নিয়েছেন এক লাখ ৮৫ হাজার ৮৯৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ২০ হাজার ৮৯৩ জন।

মডার্নার টিকা আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে এক জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩৬ হাজার ৭৬৪ জনকে।

সারা দেশে এখনও পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৪ কোটি ১৩ লাখ ৮৫ হাজার ৭৫৯ জন।

‘জাতীয়’ : আরও খবর

» উপদেষ্টা পরিষদে জুয়া প্রতিরোধসহ ৮ অধ্যাদেশ অনুমোদন

» বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট চালু

» এবার ভোটকেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

» নির্বাচনের আগের দিন সাধারণ ছুটি: ভোটে ছুটি থাকছে টানা চার দিন

সম্প্রতি