image

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর খাজা মহিউদ্দিন আর নেই

মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
প্রতিনিধি, নারায়ণগঞ্জ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক খাজা মহিউদ্দিন আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯১ বছর। তিনি বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটায় ঢাকার বাড্ডায় প্রিমিয়ার প্লাজায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দুই স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য স্বজন-গুণগ্রাহী রেখে গিয়েছেন। গতকাল মঙ্গলবার বাদ জোহর ডিআইটি জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে তাকে পাইকপাড়া কবরস্থানে দাফন করা হয়৷

খাজা মহিউদ্দিন সংগঠক হিসেবে মুক্তিযুদ্ধে নারায়ণগঞ্জে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কারাগারের রোজনামচা গ্রন্থে বঙ্গবন্ধু খাজা মহিউদ্দিনের কথা বেশ কয়েকবার উল্লেখ করেছেন।

খাজা মহিউদ্দিনের মৃত্যুতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন৷

‘জাতীয়’ : আরও খবর

» পুলিশ কমিশন অধ্যাদেশের গেজেট প্রকাশ

সম্প্রতি