alt

বিশ্ববিদ্যালয়, আটকে আছে টিকায়

২৭ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করতে বলা হয়েছে

রাকিব উদ্দিন : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১

বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত হয়নি। সব শিক্ষক-শিক্ষার্থীদের টিকা দিয়েই বিশ্ববিদ্যালয় খুলতে চায় সরকার। এ জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব শিক্ষক-শিক্ষার্থীকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে টিকার নিবন্ধন করতে অনুরোধ করেছে সরকার।

জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় ৩৯ লাখ শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) পর্যন্ত ১৮ লাখেরও কম শিক্ষার্থী টিকা পেতে অনলাইনে ‘সুরক্ষা অ্যাপ’ নিবন্ধন করেছে বা করতে পেরেছে। নিবন্ধনকারীদের মধ্যে সাড়ে চার লাখ শিক্ষার্থী প্রথম ডোজ ও ৯০ হাজার শিক্ষার্থী দ্বিতীয় ডোজ নিয়েছে। এ হিসেবে এখনও টিকা পায়নি ৩৩ লাখ ৬০ হাজার শিক্ষার্থী। আর এখনও ২১ লাখ শিক্ষার্থীর টিকা নিবন্ধন বাকি রয়েছে। এ কারণে খুব সহসাই সব শিক্ষার্থী ও শিক্ষকের টিকাদান সম্পন্ন হচ্ছে সেটি বলতে পারছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিশ্ববিদ্যালয় খোলার আগে সব শিক্ষার্থী ও শিক্ষকদের ন্যূনতম এক ডোজ হলেও করোনার টিকা দিতে চায় স্বাস্থ্য মন্ত্রণালয়। নিবন্ধনের দুই সপ্তাহের মধ্যে সবাইকে টিকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

মঙ্গলবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক ভার্চুয়াল বৈঠকে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে করোনা টিকার জন্য ‘সুরক্ষা অ্যাপে’ নিবন্ধন করতে অনুরোধ করা হয়। বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধিসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।

সভায় বলা হয়, নিবন্ধন সম্পন্ন হলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গিয়ে টিকা নিতে পারবে, আবার যে যেখানে আছেন স্থানীয় টিকাকেন্দ্রে গিয়েও টিকা নিতে পারবে। আর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিল সিদ্ধান্ত নিয়ে ২৭ সেপ্টেম্বরের পরে যে কোন দিন বিশ্ববিদ্যালয় খুলে দিতে পারবে।

সরকার গত ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়েছে। শিক্ষক-কর্মচারীদের প্রায় ৯০ শতাংশকে টিকা দেয়ার পর স্কুল-কলেজ পর্যায়ের শ্রেণী কার্যক্রম উন্মুক্ত করে দেয়া হয়েছে। তবে এই স্তরের শিক্ষার্থীদের টিকা দেয়ার বিষয়ে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়নি।

জানতে চাইলে করোনাভাইরাস প্রতিরোধে গঠিত ‘জাতীয় কারিগরি পরামর্শক কমিটি’র সদস্য ডা. আবু জামিল ফয়সাল সংবাদকে বলেন, ‘গণটিকা কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হলে ভালো হতো। সেটি হলে এখন সবাই টিকা পেয়ে যেতো। তবে মূল সমস্যা হলো- টিকার প্রাপ্যতা সংকট। একসঙ্গে বেশি টিকা পাওয়া যাচ্ছে না। অল্প অল্প করে টিকা আসছে। এ কারণে সমস্যা হচ্ছে।’

শিক্ষামন্ত্রীর সঙ্গে উপাচার্যদের বৈঠক শেষে ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান সংবাদকে জানান, ২৭ সেপ্টেম্বরের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের টিকার জন্য রেজিস্ট্রেশন কাজ শেষ করতে অনুরোধ করা হয়েছে। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ে পাঠদান কার্যক্রম শুরু করতে পারবে। তবে শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে কোন সিদ্ধান্ত দেয়নি বলে জানান ইউজিসি সচিব।

সভায় যুক্ত থাকা একজন উপাচার্য সংবাদকে জানিয়েছেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ্য থেকে বলা হয়েছে, সব শিক্ষক-শিক্ষার্থী ২৭ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করলে তাদের অগ্রাধিকার ভিত্তিতে সবাইকে দুই সপ্তাহের মধ্যে অন্তত প্রথম ডোজ টিকা দিয়ে হলেও ক্লাস রুমে ঢোকানো যাবে। এ ক্ষেত্রে ১৬-১৭ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় খুলতে পারবে।’ যদিও শিক্ষকদের বেশির ভাগই ইতোমধ্যে টিকা নিয়েছেন।

সভায় ইউজিসির পক্ষ্য থেকে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩৯ লাখ শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দুই হাজার ২৬০টি কলেজেই শিক্ষার্থী রয়েছে ২৯ লাখ ৭৬ হাজারের মতো। মোট শিক্ষার্থীদের মধ্যে এ পর্যন্ত (গতকাল) ১৭ লাখ ৫০ হাজার শিক্ষার্থী সুরক্ষা অ্যাপে নিবন্ধন করেছে। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছে সাড়ে চার লাখ শিক্ষার্থী। আর দুই ডোজ নিয়েছে ৯০ হাজার শিক্ষার্থী।

ইউজিসি সচিব জানান, সব শিক্ষক-শিক্ষার্থী অন্তত টিকার প্রথম ডোজ নিলে বিশ্ববিদ্যালয় চাইলে তাদের আবাসন হল খুলে দিতে পারবে। তবে সে ক্ষেত্রে স্ব স্ব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করে টিকা প্রদান কার্যক্রম শুরু করতে হবে। ১৫ অক্টোবরের পর বিশ্ববিদ্যালয় খোলার সম্ভাবনাই বেশি বলে জানান সচিব।

বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে বলা হয়, যেসব শিক্ষার্থীর এনআইডি (জাতীয় পরিচয়পত্র) আছে অথচ টিকা নেননি তারা ২৭ সেপ্টেম্বরের মধ্যে সুরক্ষা অ্যাপে টিকার নিবন্ধন সম্পন্ন করে টিকা নেবে। যাদের এনআইডি নেই তারা জন্মসনদ ব্যবহার করে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের বিপরীতে শিক্ষার্থী হিসেবে ইউজিসি ওয়েবলিংকে প্রবেশ করে ‘শিক্ষার্থী নিবন্ধন’ সম্পন্ন করবে। ‘শিক্ষার্থী নিবন্ধন’ সম্পন্ন করার পর সুরক্ষা অ্যাপে টিকার নিবন্ধন সম্পন্ন করবে।

তবে যাদের জন্মসনদও নেই তারা আগে জন্মসনদ করে নিয়ে তারপর শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করবে। ‘শিক্ষার্থী নিবন্ধনের’ পর সুরক্ষা অ্যাপে টিকার নিবন্ধন করে টিকা নিতে হবে। যদি কোন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বয়স ১৮ বছরের কম হয় সে ক্ষেত্রেও জন্ম সনদ ব্যবহার করে ‘শিক্ষার্থী নিবন্ধন’ সম্পন্ন করে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে পারবে।

নিবন্ধন সম্পন্ন করা শিক্ষার্থীরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গিয়ে টিকা নিতে পারবে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্রুত টিকা দেয়া সম্পন্ন করতে কারিগরি সহায়তাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৬ আগস্ট করোনা সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণ ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার বিষয়ে করোনাভাইরাস প্রতিরোধে গঠিত ‘টেকনিক্যাল কমিটি’র সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক হয়। এতে ধাপে ধাপে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো খোলার সিদ্ধান্ত হয়।

তখন জানানো হয়েছিল, বিশ্ববিদ্যালয় খোলা শুরু হবে আগামী ১৭ অক্টোবর থেকে। তবে এর আগে সব বিশ্ববিদ্যালয় থেকে টিকা সংক্রান্ত তথ্য পাঠাতে হবে ইউজিসিতে। যেসব বিশ্ববিদ্যালয় শতভাগ টিকার আওতায় আসবে সেগুলো আগে খুলবে।

জানতে চাইলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান সংবাদকে জানান, ৩০ অক্টোবরের আগে তাদের শিক্ষার্থীদের হলে আনার পরিকল্পনা নেই। তবে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কাউন্সিল অনুমোদন করলে হয়তো এক সপ্তাহ আগে হল খুলে দেয়া যেতে পারে।

বুয়েটের শিক্ষা কার্যক্রম অনলাইনে চলছে জানিয়ে তিনি বলেন, ‘অনলাইনে পরীক্ষাও চলছে, তা ২৭ সেপ্টেম্বর শেষ হবে। কোন শিক্ষার্থী যদি করোনার কারণে চলমান পরীক্ষা দিতে না পারে, তাহলে ২৭ সেপ্টেম্বরের পর তাদের সেই সুযোগ দেয়া হবে। এজন্য আরও দু’তিন সপ্তাহ লাগতে পারে। সময়সূচি অনুযায়ী আমাদের নতুন টার্ম শুরু হওয়ার কথা ৩০ অক্টোবর।’

ড. মিজানুর রহমান জানান, বুয়েটের শিক্ষক-শিক্ষার্থীদের ৭০ শতাংশ ইতোমধ্যে টিকা নিয়েছেন। বাকিরা ৩০ অক্টোবরের মধ্যে টিকা নিয়ে নেবেন বলে তারা আশা করছেন।

ইউজিসি’র তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়, ১০৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত দুই হাজার ২৬০টি সরকারি ও বেসরকারি কলেজে অনার্স ও মাস্টার্স কোর্সে শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে।

ছবি

সরকার নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ: প্রধান উপদেষ্টা

ছবি

টিআইবির প্রশ্ন: ভবিষ্যৎ মন্ত্রীদের জন্য বিলাসবহুল গাড়ি কেনায় অতি আগ্রহ কেন?

ছবি

নাহিদ ইসলামের জবানবন্দি: ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ আখ্যায়িত করে অপমানিত করা হয়েছে

ছবি

জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

ছবি

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সুপারিশ

ছবি

আমি যে কাজ করেছি তা বাংলাদেশের ইতিহাসে কোনদিন হয় নি: সিলেটে আসিফ নজরুল

ছবি

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার দুটি লকার জব্দ

ছবি

দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ৬২২

ছবি

মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘে যাচ্ছেন ফখরুল-তাহের-আখতার

ছবি

জুলাই সনদ বাস্তবায়নে চারটি পদ্ধতির পরামর্শ বিশেষজ্ঞদের

ছবি

ডেমু ট্রেন কেনায় রাষ্ট্রের ক্ষতি, দুদকের মামলা

ছবি

বাংলাদেশ ও ব্রাজিলের প্রধান বিচারপতির বৈঠক

ছবি

ট্রাইব্যুনাল: নাহিদের সাক্ষ্য বুধবার, মাহমুদুর রহমানের জেরা শুরু

ছবি

জুলাই সনদ বাস্তবায়ন, দলগুলোর সঙ্গে বুধবার আবার আলোচনায় বসছে ঐকমত্য কমিশন

ছবি

ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা: বাংলাদেশ-ভারতের ভৌগোলিক নৈকট্য ও আন্তঃনির্ভতা নতুন সুযোগে রূপান্তরের সম্ভাবনা

ছবি

ধর্মীয় উৎসবে অতিরিক্ত নিরাপত্তা নয়, সমান নাগরিক অধিকারের বাংলাদেশ চান প্রধান উপদেষ্টা ইউনূস

ছবি

ভুয়া প্রমাণিত হলে জুলাই যোদ্ধাদের তালিকা থেকে বাদ দিয়ে গেজেট প্রকাশের নির্দেশ

ছবি

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মামলায় নাহিদ ইসলামের সাক্ষ্য বুধবার

ছবি

জুলাই আন্দোলন: ইনু-নূরসহ ৯ আসামির ভার্চুয়াল হাজিরা

ছবি

বাংলাদেশে উষ্ণায়নের প্রভাব: কর্মদিবস নষ্ট, অর্থনীতি ও স্বাস্থ্যে বড় ক্ষতি

ছবি

এলডিসি থেকে উত্তরণ পিছিয়ে দিতে কাজ করছে সরকার: বাণিজ্য সচিব

ছবি

ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ১২ দফা জরুরি নির্দেশনা

ছবি

দুর্গাপূজা প্রস্তুতি নিয়ে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

ছবি

স্বাস্থ্য অধিদপ্তরে অতিরিক্ত মহাপরিচালকদের দপ্তর বদল, একজনকে ওএসডি

ছবি

ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থন জানাল বাংলাদেশ

ছবি

আরও ১ মাস বাড়লো ঐকমত্য কমিশনের মেয়াদ

ছবি

দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ৩৮ হাজার

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক আরও গভীর করতে অঙ্গীকার ইউনূসের

ছবি

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি : মাইকেল মিলার

ছবি

প্রধান উপদেষ্টার হাতে ১২ তরুণ পেলেন ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’

ছবি

ইসিতে নিবন্ধন: নতুন দলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ চলছে

ছবি

সেপ্টেম্বরের শেষে অংশীজনদের সঙ্গে সংলাপে বসবে ইসি

ছবি

দ্বিমতের কোনো জায়গা নাই, এই সুযোগ আর আসবে না: ইউনূস

ছবি

নতুন বেতন কাঠামো নির্ধারিত সময়ের আগেই

ছবি

মালয়েশিয়া কর্মী পাঠানোতে ১১৫৯ কোটি টাকা আত্মসাত: ১৩ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দুদকের মামলা সিদ্ধান্ত

ছবি

টাইফয়েড টিকা কর্মসূচি: দেড় মাসে নিবন্ধন প্রায় ৮৯ লাখ শিশু

tab

বিশ্ববিদ্যালয়, আটকে আছে টিকায়

২৭ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করতে বলা হয়েছে

রাকিব উদ্দিন

মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১

বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত হয়নি। সব শিক্ষক-শিক্ষার্থীদের টিকা দিয়েই বিশ্ববিদ্যালয় খুলতে চায় সরকার। এ জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব শিক্ষক-শিক্ষার্থীকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে টিকার নিবন্ধন করতে অনুরোধ করেছে সরকার।

জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় ৩৯ লাখ শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) পর্যন্ত ১৮ লাখেরও কম শিক্ষার্থী টিকা পেতে অনলাইনে ‘সুরক্ষা অ্যাপ’ নিবন্ধন করেছে বা করতে পেরেছে। নিবন্ধনকারীদের মধ্যে সাড়ে চার লাখ শিক্ষার্থী প্রথম ডোজ ও ৯০ হাজার শিক্ষার্থী দ্বিতীয় ডোজ নিয়েছে। এ হিসেবে এখনও টিকা পায়নি ৩৩ লাখ ৬০ হাজার শিক্ষার্থী। আর এখনও ২১ লাখ শিক্ষার্থীর টিকা নিবন্ধন বাকি রয়েছে। এ কারণে খুব সহসাই সব শিক্ষার্থী ও শিক্ষকের টিকাদান সম্পন্ন হচ্ছে সেটি বলতে পারছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিশ্ববিদ্যালয় খোলার আগে সব শিক্ষার্থী ও শিক্ষকদের ন্যূনতম এক ডোজ হলেও করোনার টিকা দিতে চায় স্বাস্থ্য মন্ত্রণালয়। নিবন্ধনের দুই সপ্তাহের মধ্যে সবাইকে টিকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

মঙ্গলবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক ভার্চুয়াল বৈঠকে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে করোনা টিকার জন্য ‘সুরক্ষা অ্যাপে’ নিবন্ধন করতে অনুরোধ করা হয়। বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধিসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।

সভায় বলা হয়, নিবন্ধন সম্পন্ন হলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গিয়ে টিকা নিতে পারবে, আবার যে যেখানে আছেন স্থানীয় টিকাকেন্দ্রে গিয়েও টিকা নিতে পারবে। আর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিল সিদ্ধান্ত নিয়ে ২৭ সেপ্টেম্বরের পরে যে কোন দিন বিশ্ববিদ্যালয় খুলে দিতে পারবে।

সরকার গত ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়েছে। শিক্ষক-কর্মচারীদের প্রায় ৯০ শতাংশকে টিকা দেয়ার পর স্কুল-কলেজ পর্যায়ের শ্রেণী কার্যক্রম উন্মুক্ত করে দেয়া হয়েছে। তবে এই স্তরের শিক্ষার্থীদের টিকা দেয়ার বিষয়ে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়নি।

জানতে চাইলে করোনাভাইরাস প্রতিরোধে গঠিত ‘জাতীয় কারিগরি পরামর্শক কমিটি’র সদস্য ডা. আবু জামিল ফয়সাল সংবাদকে বলেন, ‘গণটিকা কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হলে ভালো হতো। সেটি হলে এখন সবাই টিকা পেয়ে যেতো। তবে মূল সমস্যা হলো- টিকার প্রাপ্যতা সংকট। একসঙ্গে বেশি টিকা পাওয়া যাচ্ছে না। অল্প অল্প করে টিকা আসছে। এ কারণে সমস্যা হচ্ছে।’

শিক্ষামন্ত্রীর সঙ্গে উপাচার্যদের বৈঠক শেষে ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান সংবাদকে জানান, ২৭ সেপ্টেম্বরের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের টিকার জন্য রেজিস্ট্রেশন কাজ শেষ করতে অনুরোধ করা হয়েছে। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ে পাঠদান কার্যক্রম শুরু করতে পারবে। তবে শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে কোন সিদ্ধান্ত দেয়নি বলে জানান ইউজিসি সচিব।

সভায় যুক্ত থাকা একজন উপাচার্য সংবাদকে জানিয়েছেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ্য থেকে বলা হয়েছে, সব শিক্ষক-শিক্ষার্থী ২৭ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করলে তাদের অগ্রাধিকার ভিত্তিতে সবাইকে দুই সপ্তাহের মধ্যে অন্তত প্রথম ডোজ টিকা দিয়ে হলেও ক্লাস রুমে ঢোকানো যাবে। এ ক্ষেত্রে ১৬-১৭ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় খুলতে পারবে।’ যদিও শিক্ষকদের বেশির ভাগই ইতোমধ্যে টিকা নিয়েছেন।

সভায় ইউজিসির পক্ষ্য থেকে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩৯ লাখ শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দুই হাজার ২৬০টি কলেজেই শিক্ষার্থী রয়েছে ২৯ লাখ ৭৬ হাজারের মতো। মোট শিক্ষার্থীদের মধ্যে এ পর্যন্ত (গতকাল) ১৭ লাখ ৫০ হাজার শিক্ষার্থী সুরক্ষা অ্যাপে নিবন্ধন করেছে। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছে সাড়ে চার লাখ শিক্ষার্থী। আর দুই ডোজ নিয়েছে ৯০ হাজার শিক্ষার্থী।

ইউজিসি সচিব জানান, সব শিক্ষক-শিক্ষার্থী অন্তত টিকার প্রথম ডোজ নিলে বিশ্ববিদ্যালয় চাইলে তাদের আবাসন হল খুলে দিতে পারবে। তবে সে ক্ষেত্রে স্ব স্ব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করে টিকা প্রদান কার্যক্রম শুরু করতে হবে। ১৫ অক্টোবরের পর বিশ্ববিদ্যালয় খোলার সম্ভাবনাই বেশি বলে জানান সচিব।

বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে বলা হয়, যেসব শিক্ষার্থীর এনআইডি (জাতীয় পরিচয়পত্র) আছে অথচ টিকা নেননি তারা ২৭ সেপ্টেম্বরের মধ্যে সুরক্ষা অ্যাপে টিকার নিবন্ধন সম্পন্ন করে টিকা নেবে। যাদের এনআইডি নেই তারা জন্মসনদ ব্যবহার করে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের বিপরীতে শিক্ষার্থী হিসেবে ইউজিসি ওয়েবলিংকে প্রবেশ করে ‘শিক্ষার্থী নিবন্ধন’ সম্পন্ন করবে। ‘শিক্ষার্থী নিবন্ধন’ সম্পন্ন করার পর সুরক্ষা অ্যাপে টিকার নিবন্ধন সম্পন্ন করবে।

তবে যাদের জন্মসনদও নেই তারা আগে জন্মসনদ করে নিয়ে তারপর শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করবে। ‘শিক্ষার্থী নিবন্ধনের’ পর সুরক্ষা অ্যাপে টিকার নিবন্ধন করে টিকা নিতে হবে। যদি কোন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বয়স ১৮ বছরের কম হয় সে ক্ষেত্রেও জন্ম সনদ ব্যবহার করে ‘শিক্ষার্থী নিবন্ধন’ সম্পন্ন করে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে পারবে।

নিবন্ধন সম্পন্ন করা শিক্ষার্থীরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গিয়ে টিকা নিতে পারবে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্রুত টিকা দেয়া সম্পন্ন করতে কারিগরি সহায়তাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৬ আগস্ট করোনা সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণ ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার বিষয়ে করোনাভাইরাস প্রতিরোধে গঠিত ‘টেকনিক্যাল কমিটি’র সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক হয়। এতে ধাপে ধাপে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো খোলার সিদ্ধান্ত হয়।

তখন জানানো হয়েছিল, বিশ্ববিদ্যালয় খোলা শুরু হবে আগামী ১৭ অক্টোবর থেকে। তবে এর আগে সব বিশ্ববিদ্যালয় থেকে টিকা সংক্রান্ত তথ্য পাঠাতে হবে ইউজিসিতে। যেসব বিশ্ববিদ্যালয় শতভাগ টিকার আওতায় আসবে সেগুলো আগে খুলবে।

জানতে চাইলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান সংবাদকে জানান, ৩০ অক্টোবরের আগে তাদের শিক্ষার্থীদের হলে আনার পরিকল্পনা নেই। তবে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কাউন্সিল অনুমোদন করলে হয়তো এক সপ্তাহ আগে হল খুলে দেয়া যেতে পারে।

বুয়েটের শিক্ষা কার্যক্রম অনলাইনে চলছে জানিয়ে তিনি বলেন, ‘অনলাইনে পরীক্ষাও চলছে, তা ২৭ সেপ্টেম্বর শেষ হবে। কোন শিক্ষার্থী যদি করোনার কারণে চলমান পরীক্ষা দিতে না পারে, তাহলে ২৭ সেপ্টেম্বরের পর তাদের সেই সুযোগ দেয়া হবে। এজন্য আরও দু’তিন সপ্তাহ লাগতে পারে। সময়সূচি অনুযায়ী আমাদের নতুন টার্ম শুরু হওয়ার কথা ৩০ অক্টোবর।’

ড. মিজানুর রহমান জানান, বুয়েটের শিক্ষক-শিক্ষার্থীদের ৭০ শতাংশ ইতোমধ্যে টিকা নিয়েছেন। বাকিরা ৩০ অক্টোবরের মধ্যে টিকা নিয়ে নেবেন বলে তারা আশা করছেন।

ইউজিসি’র তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়, ১০৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত দুই হাজার ২৬০টি সরকারি ও বেসরকারি কলেজে অনার্স ও মাস্টার্স কোর্সে শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে।

back to top