image

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত আরও ১১৮

বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
সংবাদ অনলাইন রিপোর্ট

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে নভেম্বরের ২৫ দিনে ডেঙ্গু রোগীর সংখ্যা ৩ হাজার ২০৪ জনে পৌঁছাল এবং মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৮৫৯ জন। এরমধ্যে মারা গেছেন মোট ৯৮ জন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৮৬ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৩২ জন।

চলতি বছর মোট আক্রান্তদের মধ্যে নভেম্বরে ৩ হাজার ২০৪ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

এছাড়া, এ বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ৯৮ জনের মধ্যে চলতি মাসে ৬ জন, অক্টোবরে ২২ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন ও জুলাই মাসে ১২ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩৬৮ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১২২ জন।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি