image
কালীগঞ্জ (গাজীপুর) : শহীদ ময়েজউদ্দিনের ৩৬তম শাহাদাতবর্ষের সভায় আলোচনা করছেন মেহের আফরোজ চুমকি -সংবাদ

স্বৈরাচাররা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য ময়েজউদ্দিনকে হত্যা করেছে

রোববার, ১৮ অক্টোবর ২০২০
সংবাদ অনলাইন ডেস্কপ্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)

বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এম.পি বলেছেন, স্বাধীনতা বিরোধী শক্তি শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করে নাই, তারা একটানা ২১ বছর কখনো সামরিক শাসন জারি করে, গণতন্ত্রের লেবাস পড়ে তারা দেশ শাসন করেছে। স্বৈরাচাররা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য ময়েজউদ্দিনকে হত্যা করে। শনিবার (১৭ অক্টোবর) সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাব আয়োজিত ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহ্বায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজ সেবক, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আত্মদানকারী জাতীয় বীর শহীদ ময়েজউদ্দিনের ৩৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রেসক্লাব কার্যালয়ে এ কথা বলেন। চুমকি আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর যখন দলকে নেতৃত্ব দেয়ার মতো কোন স্থান ছিল না। তখন ময়েজউদ্দিন তার নিজ বাসায় বসে দিশেহারা দলকে নেতৃত্ব দিয়েছিলেন। ময়েজউদ্দিনকে হারিয়ে শুধু কালীগঞ্জ বা গাজীপুর নয়, পুরো দেশ হারিয়েছে একজন সত্যিকারের দেশ প্রেমিককে। কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অ্যাড. আশরাফী মেহেদী হাসান, জেলা পরিষদের সদস্য শফিউল কাদের নান্নু, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর মোল্লা সাংবাদিক রফিক সরকার, রিয়াদ হোসাইন, যীনাত রহমান প্রমুখ।

‘রাজনীতি’ : আরও খবর

» বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

সম্প্রতি