মাত্র ১৪ বছর বয়সে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে নিজের নাম লিখিয়ে ফেললেন ভারতের কিশোর প্রতিভা বৈভাব সুরিয়াভানশি। সোমবার আইপিএলে গুজরাট টাইটান্সের বিপক্ষে রাজস্থান রয়্যালসের হয়ে ৩৫ বলে সেঞ্চুরি করে গড়েছেন বিস্ময়কর এক বিশ্বরেকর্ড।
দুইশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১টি ছক্কা ও ৭টি চারে ৩৮ বলে ১০১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ১৪ বছর ৩২ দিন বয়সে শতরান করে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার নজির গড়েছেন সুরিয়াভানশি।
এর আগে এই রেকর্ড ছিল ভিজায় জোলের, যিনি ২০১৩ সালে সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ১৮ বছর ১১৮ দিন বয়সে করেছিলেন শতরান। বাংলাদেশের পারভেজ হোসেন ১৮ বছর ১৭৯ দিনে বিপিএলে সেঞ্চুরি করে আছেন এই তালিকার তৃতীয় স্থানে।
আইপিএলের ইতিহাসে সুরিয়াভানশিই এখন দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিয়ান। তার আগে রয়েছেন কেবল ক্রিস গেইল, যিনি ২০১৩ সালে ৩০ বলে শতক হাঁকিয়েছিলেন।
সুরিয়াভানশির এই ইনিংসে ১১টি ছক্কা ভারতের পক্ষ থেকে আইপিএলে যৌথভাবে সর্বোচ্চ—এর আগে এই কীর্তি গড়েছিলেন মুরালি বিজয় ২০১০ সালে।
ম্যাচের শুরুতেই ইয়াসাসভি জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে নেমে দ্বিতীয় বলেই ছক্কা হাঁকিয়ে ইঙ্গিত দিয়েছিলেন, এই রাত তার। অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মার এক ওভারেই তিন ছক্কা ও দুটি চার মারেন তিনি। মাত্র ১৭ বলে ফিফটি পূর্ণ করার পর দশম ওভারে আফগান বোলার কারিম জানাতকে এক ওভারে তিনটি করে ছক্কা ও চার মেরে তোলেন ৩০ রান। সেখান থেকেই ৬৪ রানে থাকা সুরিয়াভানশি পরের ওভারে রাশিদ খানকে ছক্কা মেরে পৌঁছে যান তিন অঙ্কে।
পরের ওভারে প্রাসিধ কৃষ্ণার বলে বোল্ড হয়ে থামে তার রেকর্ডগড়া ইনিংসটি। তবে ততক্ষণে ইতিহাসে নাম লেখানো হয়ে গেছে তার। উদ্বোধনী জুটিতে জয়সওয়ালের সঙ্গে মাত্র ৭১ বলে আসে ১৬৬ রান। জয়সওয়াল অপরাজিত থাকেন ৪০ বলে ৭০ রান করে। রাজস্থান রয়্যালস ৮ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় ২৫ বল বাকি থাকতেই।
এই পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কার তো পেয়েছেনই, সুরিয়াভানশি হয়তো নিশ্চিত করলেন নিজের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎও।
গত নভেম্বরে আইপিএলের মেগা নিলামে ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যে নাম লেখান তিনি। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াইয়ে অবশেষে রাজস্থান রয়্যালস তাকে দলে নেয় ১ কোটি ১০ লাখ রুপিতে। বয়স নিয়ে কিছুটা বিতর্ক থাকলেও, তিনিই আইপিএলের ইতিহাসে দল পাওয়া সবচেয়ে কম বয়সী ক্রিকেটার।
গত সপ্তাহেই ১৪ বছর ২৩ দিন বয়সে লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে আইপিএলে অভিষেক হয় তার, যেটিও ছিল নতুন এক রেকর্ড। সেই ম্যাচে ২০ বলে ৩৪ রানে শুরুটা ছিল ঝলমলে, এরপর বেঙ্গালুরুর বিপক্ষে দ্বিতীয় ম্যাচে করেন ১২ বলে ১৬ রান।
তবে তৃতীয় ম্যাচেই আগুন ঝরানো ব্যাটিংয়ে শিরোনাম দখল করে নিলেন বৈভাব সুরিয়াভানশি—এক ঝলকে বিশ্ব ক্রিকেটে উদীয়মান এক তারকার আগমনী বার্তা!
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
মাত্র ১৪ বছর বয়সে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে নিজের নাম লিখিয়ে ফেললেন ভারতের কিশোর প্রতিভা বৈভাব সুরিয়াভানশি। সোমবার আইপিএলে গুজরাট টাইটান্সের বিপক্ষে রাজস্থান রয়্যালসের হয়ে ৩৫ বলে সেঞ্চুরি করে গড়েছেন বিস্ময়কর এক বিশ্বরেকর্ড।
দুইশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১টি ছক্কা ও ৭টি চারে ৩৮ বলে ১০১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ১৪ বছর ৩২ দিন বয়সে শতরান করে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার নজির গড়েছেন সুরিয়াভানশি।
এর আগে এই রেকর্ড ছিল ভিজায় জোলের, যিনি ২০১৩ সালে সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ১৮ বছর ১১৮ দিন বয়সে করেছিলেন শতরান। বাংলাদেশের পারভেজ হোসেন ১৮ বছর ১৭৯ দিনে বিপিএলে সেঞ্চুরি করে আছেন এই তালিকার তৃতীয় স্থানে।
আইপিএলের ইতিহাসে সুরিয়াভানশিই এখন দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিয়ান। তার আগে রয়েছেন কেবল ক্রিস গেইল, যিনি ২০১৩ সালে ৩০ বলে শতক হাঁকিয়েছিলেন।
সুরিয়াভানশির এই ইনিংসে ১১টি ছক্কা ভারতের পক্ষ থেকে আইপিএলে যৌথভাবে সর্বোচ্চ—এর আগে এই কীর্তি গড়েছিলেন মুরালি বিজয় ২০১০ সালে।
ম্যাচের শুরুতেই ইয়াসাসভি জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে নেমে দ্বিতীয় বলেই ছক্কা হাঁকিয়ে ইঙ্গিত দিয়েছিলেন, এই রাত তার। অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মার এক ওভারেই তিন ছক্কা ও দুটি চার মারেন তিনি। মাত্র ১৭ বলে ফিফটি পূর্ণ করার পর দশম ওভারে আফগান বোলার কারিম জানাতকে এক ওভারে তিনটি করে ছক্কা ও চার মেরে তোলেন ৩০ রান। সেখান থেকেই ৬৪ রানে থাকা সুরিয়াভানশি পরের ওভারে রাশিদ খানকে ছক্কা মেরে পৌঁছে যান তিন অঙ্কে।
পরের ওভারে প্রাসিধ কৃষ্ণার বলে বোল্ড হয়ে থামে তার রেকর্ডগড়া ইনিংসটি। তবে ততক্ষণে ইতিহাসে নাম লেখানো হয়ে গেছে তার। উদ্বোধনী জুটিতে জয়সওয়ালের সঙ্গে মাত্র ৭১ বলে আসে ১৬৬ রান। জয়সওয়াল অপরাজিত থাকেন ৪০ বলে ৭০ রান করে। রাজস্থান রয়্যালস ৮ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় ২৫ বল বাকি থাকতেই।
এই পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কার তো পেয়েছেনই, সুরিয়াভানশি হয়তো নিশ্চিত করলেন নিজের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎও।
গত নভেম্বরে আইপিএলের মেগা নিলামে ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যে নাম লেখান তিনি। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াইয়ে অবশেষে রাজস্থান রয়্যালস তাকে দলে নেয় ১ কোটি ১০ লাখ রুপিতে। বয়স নিয়ে কিছুটা বিতর্ক থাকলেও, তিনিই আইপিএলের ইতিহাসে দল পাওয়া সবচেয়ে কম বয়সী ক্রিকেটার।
গত সপ্তাহেই ১৪ বছর ২৩ দিন বয়সে লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে আইপিএলে অভিষেক হয় তার, যেটিও ছিল নতুন এক রেকর্ড। সেই ম্যাচে ২০ বলে ৩৪ রানে শুরুটা ছিল ঝলমলে, এরপর বেঙ্গালুরুর বিপক্ষে দ্বিতীয় ম্যাচে করেন ১২ বলে ১৬ রান।
তবে তৃতীয় ম্যাচেই আগুন ঝরানো ব্যাটিংয়ে শিরোনাম দখল করে নিলেন বৈভাব সুরিয়াভানশি—এক ঝলকে বিশ্ব ক্রিকেটে উদীয়মান এক তারকার আগমনী বার্তা!