শেষ রাউন্ডে জমে উঠেছিল সেরি ‘আ’ লিগ শিরোপার লড়াই। ভিন্ন মাঠে একই সময়ে খেলতে নামা দুই প্রতিদ্বন্দ্বী—নাপোলি ও ইন্টার মিলান—জয়ের খোঁজে মরিয়া হয়ে লড়লেও শেষ হাসি হেসেছে নাপোলি। কাইয়ারিকে ২-০ গোলে হারিয়ে এক পয়েন্টের ব্যবধানে লিগ শিরোপা নিজেদের করে নেয় আন্তোনিও কন্তের দল।
এই নিয়ে চতুর্থবারের মতো সেরি ‘আ’ চ্যাম্পিয়ন হলো নাপোলি, আর এই সাফল্য এল মাত্র এক মৌসুমের ব্যবধানে। কিংবদন্তি দিয়েগো মারাদোনার পর ৩৩ বছরের দীর্ঘ অপেক্ষা শেষে ২০২৩-২৪ মৌসুমে তারা আবার চ্যাম্পিয়ন হয়েছিল, এবার ২০২৪-২৫ মৌসুমেও তারা ধরে রাখল নিজেদের শ্রেষ্ঠত্ব।
শুক্রবার রাতে দিয়েগো আরমান্দো মারাদোনা স্টেডিয়ামে কাইয়ারির বিপক্ষে ম্যাচে প্রথমার্ধেই নাপোলিকে এগিয়ে দেন ইংলিশ মিডফিল্ডার জন ম্যাকটমিনি। দুর্দান্ত অ্যাক্রোবেটিক ভলিতে করা তার গোলটি ছিল ম্যাচের অন্যতম সেরা মুহূর্ত।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকু। ডিফেন্স ভেঙে একক নৈপুণ্যে করা এই গোল ছিল তার মৌসুমের ১৪তম।
অন্যদিকে, একই সময়ে কোমোর বিপক্ষে খেলতে নামে ইন্টার মিলান। তারা ২-০ গোলে জয় পেলেও শিরোপার জন্য তা যথেষ্ট ছিল না। ইন্টারের হয়ে গোল করেন স্টেফান ডা ভ্রেই ও হোয়াকিন কোররেয়া। ম্যাচে একসময় তারা টেবিলের শীর্ষে উঠে গেলেও নাপোলির জয় সব হিসাব বদলে দেয়।
ম্যাচটিতে বিশেষ এক ঘটনার সাক্ষী হয় ফুটবল ভক্তরা। কোমোর গোলরক্ষক পেপে রেইনা—যিনি ম্যাচের আগেই অবসরের ঘোষণা দিয়েছিলেন—লাল কার্ড দেখে বিদায় নেন। লিভারপুল, বায়ার্ন মিউনিখ ও নাপোলিতে খেলা এই ৪২ বছর বয়সী গোলরক্ষকের পেশাদার ক্যারিয়ারের শেষটা হলো হতাশাজনকভাবে।
৩৮ ম্যাচে ২৪ জয় ও ১০ ড্রয়ে নাপোলির পয়েন্ট দাঁড়ায় ৮২, এক পয়েন্ট কম নিয়ে ৮১ পয়েন্টে থেকে দ্বিতীয় স্থানে মৌসুম শেষ করেছে ইন্টার মিলান।
তবে ইন্টারের সামনে এখনো একটি বড় সুযোগ রয়েছে। তারা আগামী ৩১ মে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মুখোমুখি হবে পিএসজি।
শনিবার, ২৪ মে ২০২৫
শেষ রাউন্ডে জমে উঠেছিল সেরি ‘আ’ লিগ শিরোপার লড়াই। ভিন্ন মাঠে একই সময়ে খেলতে নামা দুই প্রতিদ্বন্দ্বী—নাপোলি ও ইন্টার মিলান—জয়ের খোঁজে মরিয়া হয়ে লড়লেও শেষ হাসি হেসেছে নাপোলি। কাইয়ারিকে ২-০ গোলে হারিয়ে এক পয়েন্টের ব্যবধানে লিগ শিরোপা নিজেদের করে নেয় আন্তোনিও কন্তের দল।
এই নিয়ে চতুর্থবারের মতো সেরি ‘আ’ চ্যাম্পিয়ন হলো নাপোলি, আর এই সাফল্য এল মাত্র এক মৌসুমের ব্যবধানে। কিংবদন্তি দিয়েগো মারাদোনার পর ৩৩ বছরের দীর্ঘ অপেক্ষা শেষে ২০২৩-২৪ মৌসুমে তারা আবার চ্যাম্পিয়ন হয়েছিল, এবার ২০২৪-২৫ মৌসুমেও তারা ধরে রাখল নিজেদের শ্রেষ্ঠত্ব।
শুক্রবার রাতে দিয়েগো আরমান্দো মারাদোনা স্টেডিয়ামে কাইয়ারির বিপক্ষে ম্যাচে প্রথমার্ধেই নাপোলিকে এগিয়ে দেন ইংলিশ মিডফিল্ডার জন ম্যাকটমিনি। দুর্দান্ত অ্যাক্রোবেটিক ভলিতে করা তার গোলটি ছিল ম্যাচের অন্যতম সেরা মুহূর্ত।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকু। ডিফেন্স ভেঙে একক নৈপুণ্যে করা এই গোল ছিল তার মৌসুমের ১৪তম।
অন্যদিকে, একই সময়ে কোমোর বিপক্ষে খেলতে নামে ইন্টার মিলান। তারা ২-০ গোলে জয় পেলেও শিরোপার জন্য তা যথেষ্ট ছিল না। ইন্টারের হয়ে গোল করেন স্টেফান ডা ভ্রেই ও হোয়াকিন কোররেয়া। ম্যাচে একসময় তারা টেবিলের শীর্ষে উঠে গেলেও নাপোলির জয় সব হিসাব বদলে দেয়।
ম্যাচটিতে বিশেষ এক ঘটনার সাক্ষী হয় ফুটবল ভক্তরা। কোমোর গোলরক্ষক পেপে রেইনা—যিনি ম্যাচের আগেই অবসরের ঘোষণা দিয়েছিলেন—লাল কার্ড দেখে বিদায় নেন। লিভারপুল, বায়ার্ন মিউনিখ ও নাপোলিতে খেলা এই ৪২ বছর বয়সী গোলরক্ষকের পেশাদার ক্যারিয়ারের শেষটা হলো হতাশাজনকভাবে।
৩৮ ম্যাচে ২৪ জয় ও ১০ ড্রয়ে নাপোলির পয়েন্ট দাঁড়ায় ৮২, এক পয়েন্ট কম নিয়ে ৮১ পয়েন্টে থেকে দ্বিতীয় স্থানে মৌসুম শেষ করেছে ইন্টার মিলান।
তবে ইন্টারের সামনে এখনো একটি বড় সুযোগ রয়েছে। তারা আগামী ৩১ মে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মুখোমুখি হবে পিএসজি।