alt

উপ-সম্পাদকীয়

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প

জিয়াউদ্দীন আহমেদ

: শনিবার, ৩১ জুলাই ২০২১

ভূমিহীন, আশ্রয়হীন, নিঃস্ব পরিবারগুলোকে প্রধানমন্ত্রীর দেয়া ঘরগুলোর ভগ্নদশা বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার পাচ্ছে। দুই শতাংশ জমিসহ দুই কক্ষবিশিষ্ট আধাপাকা বাড়ির নির্মাণ নিয়ে বিভিন্ন অনিয়ম ও অবহেলার অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রীর এমন একটি মানবিক কাজ কলঙ্কিত করার পশ্চাতের কারণগুলোর অনুসন্ধানে নেমেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। বিভিন্ন অনুসন্ধানে প্রতীয়মান হয়েছে যে, কিছু কিছু ক্ষেত্রে ঘর নির্মাণের নীতিমালা মানা হয়নি, কোথাও কোথাও নির্ধারিত কমিটিকে এড়িয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘর নির্মাণের সব দায়িত্ব এককভাবে পালন করেছেন, কোথাও কোথাও ভূমির মালিকেরাও ঘর বরাদ্দ পেয়েছে, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে ঘরের মেঝে ও দেয়ালে ফাটল ধরেছে বা দেয়াল ধসে পড়েছে, পিলার ভেঙে গেছে, নিচু এলাকায় ঘর নির্মাণ করায় সামান্য বৃষ্টিতেই প্রকল্প এলাকা পানিতে ডুবে গেছে।

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ১৯৯৭ সনে ‘আশ্রয়ণ প্রকল্প’ গ্রহণ করা হয়। এই প্রকল্পের মাধ্যমে অদ্যাবধি প্রায় ৩ লক্ষ ভূমিহীন, গৃহহীন, অসহায় ও ছিন্নমূল পরিবারকে পুনর্বাসন করা হয়েছে; প্রায় ২ লক্ষ ৭৫ হাজার লোককে উপার্জন-উপযোগী পেশার ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, প্রায় দেড় লক্ষ পরিবারকে ঋণ প্রদান করা হয়েছে। প্রকল্প এলাকায় বৃক্ষরোপণ করা হয়েছে, নির্মিত ঘর ও প্রকল্প এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে, সুপেয় পানি ও স্যানিটেশনের ব্যবস্থা করা রয়েছে। এছাড়াও সেনাবাহিনীর তত্ত্বাবধানে মুজিববর্ষ উপলক্ষে ব্যারাক নির্মাণ করে প্রায় ৫০ হাজার পরিবারকে ব্যারাকে পুনর্বাসন করা হয়েছে। পুনর্বাসিত পরিবার সমূহের জন্য সম্ভব হলে কমিউনিটি সেন্টার, মসজিদ, কবরস্থান, পুকুর ও গবাদি পশু প্রতিপালনের জন্য জমির ব্যবস্থা করা হয়েছে। খাসজমি, দান করা জমি, ক্রীত জমির ওপর আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো নির্মাণ করা হচ্ছে।

দুই রুমের আধা-পাকা প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা; নির্মাণসামগ্রী পরিবহনের জন্য এর অতিরিক্ত ৪ হাজার দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি টেন্ডার প্রক্রিয়া ছাড়াই নির্ধারিত জমিতে ঘর বা ব্যারাক নির্মাণ করে থাকে। এই কমিটিতে রয়েছে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি, উপজেলা প্রকৌশলী এলজিইডি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। প্রতিটি জেলার স্থানীয় প্রশাসনের সহায়তা নিয়ে অনুমোদিত নীতিমালা অনুসরণপূর্বক ভূমিহীন এবং গৃহহীন ব্যক্তিদের একটা তালিকা তৈরি করা হয়; ঘর প্রাপ্তির ক্ষেত্রে নীতিমালা অনুযায়ী বিধবা, প্রতিবন্ধী, অসহায় ও বয়স্কের অগ্রাধিকার দেয়া হয়। এছাড়াও পুনর্বাসনের পর প্রতিটি পরিবারকে তিন মাস মেয়াদি ভিজিএফ সুবিধা প্রদান করা হয়।

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা প্রসূত এই উদ্যোগটি প্রচুর প্রশংসা পেয়েছে। ক্রমান্বয়ে সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আবাসন সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। এছাড়া পুনর্বাসন করার পর তাদের বিনা জামানতে ক্ষুদ্র ঋণ প্রদান এবং প্রশিক্ষণের মাধ্যমে জীবিকা নির্বাহে সক্ষম করে তোলার ব্যবস্থা নেয়ারও কথা। কারণ যাদের পুনর্বাসন করা হচ্ছে তাদের যদি ওই এলাকাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা না হয় তাহলে পুনর্বাসিত পরিবারের অধিকাংশ কিছুদিন পর গৃহ ত্যাগ করে শহরের দিকে পাড়ি দেবে। খাবারের ব্যবস্থা না থাকলে থাকার আশ্রয়ও গৌন হয়ে যায়। যেখানে কাজ নেই সেখানে খেটে খাওয়া মানুষগুলো থাকতে চায় না। কর্মহীন মানুষেরা শহরে পাড়ি দেয়ার প্রধান কারণই হচ্ছে কাজ। শহরের মানুষের হাতে নগদ টাকা থাকে, হাত পাতলে কমপক্ষে ভিক্ষা পাওয়া যায়।

আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো নির্মাণের দায়িত্ব স্থানীয় আমলাদের ওপর ন্যাস্ত করায় জনপ্রতিনিধিরা নাখোশ। প্রধানমন্ত্রী সম্ভবত তার এই কাজে এমপিদের জড়িত করতে চাননি। বুদ্ধিজীবীরা বলে থাকেন, এমপিদের কাজ শুধু আইন পাস করা, স্থানীয় উন্নয়নমূলক কাজে তাদের সংশ্লিষ্ট করা হলে দুর্নীতি বাড়বে। কিন্তু আমলারাও দুর্নীতি করে; পর্দাকাণ্ড, বালিশকাণ্ড ইত্যাদি কাণ্ডের সংঘটক কিন্তু আমলা, খিচুড়ি রান্না শেখার জন্য বিদেশ ভ্রমণের প্রস্তাব আসে আমলাদের কাছ থেকেই। বিগত দুই বছরে বিনা প্রয়োজনে বিদেশ ভ্রমণ না থাকায় দেশের অনেকগুলো টাকা বেঁচে গেছে। আমলা শুধু যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব বা সচিব নন, সরকারের একজন পিয়নও আমলা। কথিত অভিযোগ হচ্ছে, কানাডার ‘বেগমপাড়া’ গড়ে উঠেছে দুর্নীতিবাজ আমলাদের অবৈধ টাকায়। ঢাকা শহরে বিত্তবৈভবের জৌলুস আমলাদের কম নেই, রাজনীতিবিদদের চেয়ে বরং বেশি।

প্রধানমন্ত্রীর এই প্রকল্পে খুব বেশি দুর্নীতি হয়েছে বলে মনে হয় না। দ্বিকক্ষ বিশিষ্ট সেমিপাকা প্রতি ঘরের জন্য ব্যয় প্রাক্কলন করা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। দুইটি কক্ষ, রান্নাঘর, টয়লেট বারান্দাসহ একটা ঘর নির্মাণের জন্য এই বরাদ্দ পর্যাপ্ত বলে মনে হয় না। তদারকির ব্যয় ১৫% কম ধরা হলেও ঠিকাদার তার লাভ উঠিয়ে নেবে। অন্যদিকে শুধু সততা আর নিষ্ঠা দিয়ে কাজ হয় না, অকর্মক সৎ লোকগুলো দুর্নীতিবাজ কর্মঠ লোকের চেয়েও খারাপ। জবাবদিহিতা ও মনিটরিং নিশ্চিত করার সামর্থ্যও অকর্মক লোকগুলোর নেই। মাছি মারা কেরানির মতো উপরের আদেশ-নির্দেশ পালনে দাসানুদাস মনোবৃত্তির কারণে ঘর নির্মাণে সীমিত বরাদ্দে উদ্ভুত সমস্যাগুলোও কারো নজরে আনার সাহস করে না তারা। নিম্ন এলাকায় খাসজমিতে ঘর করতে গিয়ে বন্যার উচ্চতা পরিমাপ করা হয়নি; কোথাও বর্ষায় জমি ধসে যাওয়ার সম্ভাব্যতা যাচাই করা হয়নি, কোথাও এপ্রোচ রোডের কথা ভাবা হয়নি। অল্প টাকায় ঘর করতে গিয়ে ঘরের ভিত শক্ত করা সম্ভব হয়নি, বর্ষায় মাটি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে নির্মিত ঘর ধসে পড়েছে, ঘরের মেঝে ও দেয়ালে ফাটলের সৃষ্টি হয়েছে। ঠিকাদার তার লাভ উঠিয়ে নেয়ার তাগিদে হয়তো অসদুপায় অবলম্বন করতে বাধ্য হয়েছে, সিমেন্ট কম দিয়ে বালি বেশি ব্যবহার করেছে।

টেকসই ও মানসম্মত ঘর নির্মাণ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়মিত তদারকি করা হয়েছে বিধায় প্রধানমন্ত্রী তার কার্যালয়ের সংশ্লিষ্টদের প্রশংসাও করেছেন- প্রশংসার অংশীদার হলেন যারা তারা কিন্তু আজ আর দায় নিচ্ছেন না, আজ তারা অন্যের অনিয়মের পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা

গৃহহীনদের একটি আস্তানা গড়ে দেয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর এই মহতী উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে। নতুন বাড়ি পেয়ে আশ্রয়হীন লোকগুলোও যারপরনাই খুশি হয়েছে, প্রধানমন্ত্রীর জন্য দুই হাত তুলে তাদের দোয়া করতেও দেখেছি। এমন একটি আলিশান ঘরে বসবাসের কথা তারা হয়তো স্বপ্নেও ভাবেনি। এই ঘরে উঠে তারা এখন রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারছে, সন্তানদের জন্য একটি ঘর রেখে যাওয়ার তৃপ্তি খুঁজে পেয়েছে। প্রকল্প বাস্তবায়নে বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে টেকসই ঘর সব আশ্রয়হীন পরিবারকে দেয়া সম্পন্ন হলে বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টার নিষ্কলুষ স্বাক্ষর দৃশ্যমান হবে। টেকসই ও মানসম্মত ঘর নির্মাণ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়মিত তদারকি করা হয়েছে বিধায় প্রধানমন্ত্রী তার কার্যালয়ের সংশ্লিষ্টদের প্রশংসাও করেছেন- প্রশংসার অংশীদার হলেন যারা তারা কিন্তু আজ আর দায় নিচ্ছেন না, আজ তারা অন্যের অনিয়মের পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা।

[লেখক : বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ও সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক]

ahmedzeauddin0@gmail.com

ফলের রাজ্য পার্বত্য চট্টগ্রাম

ছবি

তৃতীয় শক্তির জন্য জায়গা খালি : বামপন্থীরা কি ঘুরে দাঁড়াতে পারে না

জমি আপনার, দখল অন্যের?

সিধু-কানু : ধ্বংসস্তূপের নিচেও জেগে আছে সাহস

ছবি

বাংলার অনন্য লোকসংস্কৃতি ও গণতান্ত্রিক চেতনা

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পান

তিন দিক থেকে স্বাস্থ্যঝুঁকি : করোনা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া

দেশের অর্থ পাচারের বাস্তবতা

খাদ্য নিরাপত্তার নতুন দিগন্ত

আবারও কি রোহিঙ্গাদের ত্যাগ করবে বিশ্ব?

প্লান্ট ক্লিনিক বদলে দিচ্ছে কৃষির ভবিষ্যৎ

ঢাকাকে বাসযোগ্য নগরী করতে করণীয়

রম্যগদ্য : ‘ডন ডনা ডন ডন...’

ইরান-ইসরায়েল দ্বন্দ্ব : কে সন্ত্রাসী, কে শিকার?

সুস্থ ও শক্তিশালী জাতি গঠনে শারীরিক শিক্ষার গুরুত্ব

প্রতিরোধই উত্তম : মাদকমুক্ত প্রজন্ম গড়ার ডাক

ছবি

বিকাশের পথকে পরিত্যাগ করা যাবে না

বর্ষা ও বৃক্ষরোপণ : সবুজ বিপ্লবের আহ্বান

প্রাথমিক শিক্ষায় ঝরে পড়া রোধে শিক্ষকের করণীয়

পারমাণবিক ন্যায়বিচার ও বৈশ্বিক ভণ্ডামির প্রতিচ্ছবি

পরিবেশের নীরব রক্ষক : শকুন সংরক্ষণে এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন

মশার উপদ্রব : জনস্বাস্থ্য ও নগর ব্যবস্থাপনার চরম ব্যর্থতা

ভুল স্বীকারে গ্লানি নেই

ভাঙনের বুকে টিকে থাকা স্বপ্ন

একটি সফর, একাধিক সংকেত : কে পেল কোন বার্তা?

দেশের কারা ব্যবস্থার বাস্তবতা

ইসলামী ব্যাংক একীভূতকরণ : আস্থা ফেরাতে সংস্কার, না দায়মুক্তির প্রহসন?

রম্যগদ্য : চাঁদাবাজি চলছে, চলবে

বায়ুদূষণ : নীরব ঘাতক

ইসরায়েলের কৌশলগত ঔদ্ধত্য

পরিবার : সুনাগরিক ও সুশাসক তৈরির ভিত্তিমূল

শিল্পে গ্যাস সংকট : দ্রুত সমাধানের উদ্যোগ নিন

আমাদের লড়াইটা আমাদের লড়তে দিন

ব্যাকবেঞ্চারদের পৃথিবী : ব্যর্থতার গায়ে সাফল্যের ছাপ

আমের অ্যানথ্রাকনোজ ও বোঁটা পঁচা রোগ

শিশুদের আর্থিক অন্তর্ভুক্তি : স্কুল ব্যাংকিংয়ের সম্ভাবনা ও সংকট

tab

উপ-সম্পাদকীয়

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প

জিয়াউদ্দীন আহমেদ

শনিবার, ৩১ জুলাই ২০২১

ভূমিহীন, আশ্রয়হীন, নিঃস্ব পরিবারগুলোকে প্রধানমন্ত্রীর দেয়া ঘরগুলোর ভগ্নদশা বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার পাচ্ছে। দুই শতাংশ জমিসহ দুই কক্ষবিশিষ্ট আধাপাকা বাড়ির নির্মাণ নিয়ে বিভিন্ন অনিয়ম ও অবহেলার অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রীর এমন একটি মানবিক কাজ কলঙ্কিত করার পশ্চাতের কারণগুলোর অনুসন্ধানে নেমেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। বিভিন্ন অনুসন্ধানে প্রতীয়মান হয়েছে যে, কিছু কিছু ক্ষেত্রে ঘর নির্মাণের নীতিমালা মানা হয়নি, কোথাও কোথাও নির্ধারিত কমিটিকে এড়িয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘর নির্মাণের সব দায়িত্ব এককভাবে পালন করেছেন, কোথাও কোথাও ভূমির মালিকেরাও ঘর বরাদ্দ পেয়েছে, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে ঘরের মেঝে ও দেয়ালে ফাটল ধরেছে বা দেয়াল ধসে পড়েছে, পিলার ভেঙে গেছে, নিচু এলাকায় ঘর নির্মাণ করায় সামান্য বৃষ্টিতেই প্রকল্প এলাকা পানিতে ডুবে গেছে।

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ১৯৯৭ সনে ‘আশ্রয়ণ প্রকল্প’ গ্রহণ করা হয়। এই প্রকল্পের মাধ্যমে অদ্যাবধি প্রায় ৩ লক্ষ ভূমিহীন, গৃহহীন, অসহায় ও ছিন্নমূল পরিবারকে পুনর্বাসন করা হয়েছে; প্রায় ২ লক্ষ ৭৫ হাজার লোককে উপার্জন-উপযোগী পেশার ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, প্রায় দেড় লক্ষ পরিবারকে ঋণ প্রদান করা হয়েছে। প্রকল্প এলাকায় বৃক্ষরোপণ করা হয়েছে, নির্মিত ঘর ও প্রকল্প এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে, সুপেয় পানি ও স্যানিটেশনের ব্যবস্থা করা রয়েছে। এছাড়াও সেনাবাহিনীর তত্ত্বাবধানে মুজিববর্ষ উপলক্ষে ব্যারাক নির্মাণ করে প্রায় ৫০ হাজার পরিবারকে ব্যারাকে পুনর্বাসন করা হয়েছে। পুনর্বাসিত পরিবার সমূহের জন্য সম্ভব হলে কমিউনিটি সেন্টার, মসজিদ, কবরস্থান, পুকুর ও গবাদি পশু প্রতিপালনের জন্য জমির ব্যবস্থা করা হয়েছে। খাসজমি, দান করা জমি, ক্রীত জমির ওপর আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো নির্মাণ করা হচ্ছে।

দুই রুমের আধা-পাকা প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা; নির্মাণসামগ্রী পরিবহনের জন্য এর অতিরিক্ত ৪ হাজার দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি টেন্ডার প্রক্রিয়া ছাড়াই নির্ধারিত জমিতে ঘর বা ব্যারাক নির্মাণ করে থাকে। এই কমিটিতে রয়েছে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি, উপজেলা প্রকৌশলী এলজিইডি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। প্রতিটি জেলার স্থানীয় প্রশাসনের সহায়তা নিয়ে অনুমোদিত নীতিমালা অনুসরণপূর্বক ভূমিহীন এবং গৃহহীন ব্যক্তিদের একটা তালিকা তৈরি করা হয়; ঘর প্রাপ্তির ক্ষেত্রে নীতিমালা অনুযায়ী বিধবা, প্রতিবন্ধী, অসহায় ও বয়স্কের অগ্রাধিকার দেয়া হয়। এছাড়াও পুনর্বাসনের পর প্রতিটি পরিবারকে তিন মাস মেয়াদি ভিজিএফ সুবিধা প্রদান করা হয়।

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা প্রসূত এই উদ্যোগটি প্রচুর প্রশংসা পেয়েছে। ক্রমান্বয়ে সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আবাসন সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। এছাড়া পুনর্বাসন করার পর তাদের বিনা জামানতে ক্ষুদ্র ঋণ প্রদান এবং প্রশিক্ষণের মাধ্যমে জীবিকা নির্বাহে সক্ষম করে তোলার ব্যবস্থা নেয়ারও কথা। কারণ যাদের পুনর্বাসন করা হচ্ছে তাদের যদি ওই এলাকাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা না হয় তাহলে পুনর্বাসিত পরিবারের অধিকাংশ কিছুদিন পর গৃহ ত্যাগ করে শহরের দিকে পাড়ি দেবে। খাবারের ব্যবস্থা না থাকলে থাকার আশ্রয়ও গৌন হয়ে যায়। যেখানে কাজ নেই সেখানে খেটে খাওয়া মানুষগুলো থাকতে চায় না। কর্মহীন মানুষেরা শহরে পাড়ি দেয়ার প্রধান কারণই হচ্ছে কাজ। শহরের মানুষের হাতে নগদ টাকা থাকে, হাত পাতলে কমপক্ষে ভিক্ষা পাওয়া যায়।

আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো নির্মাণের দায়িত্ব স্থানীয় আমলাদের ওপর ন্যাস্ত করায় জনপ্রতিনিধিরা নাখোশ। প্রধানমন্ত্রী সম্ভবত তার এই কাজে এমপিদের জড়িত করতে চাননি। বুদ্ধিজীবীরা বলে থাকেন, এমপিদের কাজ শুধু আইন পাস করা, স্থানীয় উন্নয়নমূলক কাজে তাদের সংশ্লিষ্ট করা হলে দুর্নীতি বাড়বে। কিন্তু আমলারাও দুর্নীতি করে; পর্দাকাণ্ড, বালিশকাণ্ড ইত্যাদি কাণ্ডের সংঘটক কিন্তু আমলা, খিচুড়ি রান্না শেখার জন্য বিদেশ ভ্রমণের প্রস্তাব আসে আমলাদের কাছ থেকেই। বিগত দুই বছরে বিনা প্রয়োজনে বিদেশ ভ্রমণ না থাকায় দেশের অনেকগুলো টাকা বেঁচে গেছে। আমলা শুধু যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব বা সচিব নন, সরকারের একজন পিয়নও আমলা। কথিত অভিযোগ হচ্ছে, কানাডার ‘বেগমপাড়া’ গড়ে উঠেছে দুর্নীতিবাজ আমলাদের অবৈধ টাকায়। ঢাকা শহরে বিত্তবৈভবের জৌলুস আমলাদের কম নেই, রাজনীতিবিদদের চেয়ে বরং বেশি।

প্রধানমন্ত্রীর এই প্রকল্পে খুব বেশি দুর্নীতি হয়েছে বলে মনে হয় না। দ্বিকক্ষ বিশিষ্ট সেমিপাকা প্রতি ঘরের জন্য ব্যয় প্রাক্কলন করা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। দুইটি কক্ষ, রান্নাঘর, টয়লেট বারান্দাসহ একটা ঘর নির্মাণের জন্য এই বরাদ্দ পর্যাপ্ত বলে মনে হয় না। তদারকির ব্যয় ১৫% কম ধরা হলেও ঠিকাদার তার লাভ উঠিয়ে নেবে। অন্যদিকে শুধু সততা আর নিষ্ঠা দিয়ে কাজ হয় না, অকর্মক সৎ লোকগুলো দুর্নীতিবাজ কর্মঠ লোকের চেয়েও খারাপ। জবাবদিহিতা ও মনিটরিং নিশ্চিত করার সামর্থ্যও অকর্মক লোকগুলোর নেই। মাছি মারা কেরানির মতো উপরের আদেশ-নির্দেশ পালনে দাসানুদাস মনোবৃত্তির কারণে ঘর নির্মাণে সীমিত বরাদ্দে উদ্ভুত সমস্যাগুলোও কারো নজরে আনার সাহস করে না তারা। নিম্ন এলাকায় খাসজমিতে ঘর করতে গিয়ে বন্যার উচ্চতা পরিমাপ করা হয়নি; কোথাও বর্ষায় জমি ধসে যাওয়ার সম্ভাব্যতা যাচাই করা হয়নি, কোথাও এপ্রোচ রোডের কথা ভাবা হয়নি। অল্প টাকায় ঘর করতে গিয়ে ঘরের ভিত শক্ত করা সম্ভব হয়নি, বর্ষায় মাটি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে নির্মিত ঘর ধসে পড়েছে, ঘরের মেঝে ও দেয়ালে ফাটলের সৃষ্টি হয়েছে। ঠিকাদার তার লাভ উঠিয়ে নেয়ার তাগিদে হয়তো অসদুপায় অবলম্বন করতে বাধ্য হয়েছে, সিমেন্ট কম দিয়ে বালি বেশি ব্যবহার করেছে।

টেকসই ও মানসম্মত ঘর নির্মাণ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়মিত তদারকি করা হয়েছে বিধায় প্রধানমন্ত্রী তার কার্যালয়ের সংশ্লিষ্টদের প্রশংসাও করেছেন- প্রশংসার অংশীদার হলেন যারা তারা কিন্তু আজ আর দায় নিচ্ছেন না, আজ তারা অন্যের অনিয়মের পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা

গৃহহীনদের একটি আস্তানা গড়ে দেয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর এই মহতী উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে। নতুন বাড়ি পেয়ে আশ্রয়হীন লোকগুলোও যারপরনাই খুশি হয়েছে, প্রধানমন্ত্রীর জন্য দুই হাত তুলে তাদের দোয়া করতেও দেখেছি। এমন একটি আলিশান ঘরে বসবাসের কথা তারা হয়তো স্বপ্নেও ভাবেনি। এই ঘরে উঠে তারা এখন রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারছে, সন্তানদের জন্য একটি ঘর রেখে যাওয়ার তৃপ্তি খুঁজে পেয়েছে। প্রকল্প বাস্তবায়নে বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে টেকসই ঘর সব আশ্রয়হীন পরিবারকে দেয়া সম্পন্ন হলে বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টার নিষ্কলুষ স্বাক্ষর দৃশ্যমান হবে। টেকসই ও মানসম্মত ঘর নির্মাণ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়মিত তদারকি করা হয়েছে বিধায় প্রধানমন্ত্রী তার কার্যালয়ের সংশ্লিষ্টদের প্রশংসাও করেছেন- প্রশংসার অংশীদার হলেন যারা তারা কিন্তু আজ আর দায় নিচ্ছেন না, আজ তারা অন্যের অনিয়মের পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা।

[লেখক : বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ও সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক]

ahmedzeauddin0@gmail.com

back to top