alt

opinion » post-editorial

ঐতিহাসিক সত্য উন্মোচনে ট্রুথ কমিশন

শঙ্কর প্রসাদ দে

: বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১

পরবর্তী প্রজন্ম আজি হতে শত শত বর্ষ পরে কল্পনাও করতে পারবে না বিভীষিকাময় দিনগুলো। ১৬ ডিসেম্বর ১৯৭১। বিজয় এলো। তাজউদ্দীন সাহেব ২২ ডিসেম্বর এসেই পাকিস্তানি প্রশাসন এবং সামরিক আমলাতন্ত্র পুনর্বহাল করলেন। ১২ জানুয়ারি ১৯৭২, বঙ্গবন্ধু ও পুরনো সিভিল ও সামরিক কাঠামো নিয়ে এগোলেন। সর্বনাশের শুরু এখান থেকে।

সামরিক কর্তারা ভাবলেন তারাই দেশ স্বাধীন করেছেন আর রাজনৈতিক নেতারা প্রবাসী সরকারের নামে অনেকটা ঝুঁকিহীন অবস্থানে ছিলেন। আমরা কেউই সেনাকর্তাদের এ মনোভাবকে পাত্তা দেইনি। বঙ্গবন্ধু এদের নিজের সন্তান জ্ঞান করতেন। তিনি ইতিহাস থেকে শিক্ষা নেননি। পাকিস্তান সৃষ্টির দ্বিতীয় ব্যক্তি ও প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানকে সামরিক বাহিনীই হত্যা করেছে। সেনাপ্রধান আইয়ুব খান নির্বাচিত সরকারকে বন্দুকের গুঁতা দিয়ে বের করে দিলেন। নিজেকে ঘোষণা করলেন পাকিস্তানের প্রেসিডেন্ট।

বঙ্গবন্ধুকে হত্যা করা না হলে জিয়া সেনাপ্রধান হতেন না। ২৪ আগস্ট বঙ্গবন্ধু হত্যার মাত্র ৯ দিনের ব্যবধানে সেনাপ্রধান হয়েই জিয়া ক্ষমতার প্রকৃত মালিক হলেন। পরবর্তীতে বিচারপতি সায়েমকে বন্দুকের গুঁতায় বঙ্গভবন থেকে বের করে দিয়ে নিজেকে ঘোষণা করলেন প্রেসিডেন্ট। হুবহু পাকিস্তানি মডেলে আইয়ুবের পদাঙ্ক অনুসরণ করে জিয়ার বঙ্গভবন দখল রূপকথাকেও হার মানায়। লিয়াকত আলী খান হত্যার বিচার হয়নি। কারণ গত ৭০ বছরে পাকিস্তান রাষ্ট্রে সময়, ক্ষমতা ও সমাজের নিয়ন্ত্রণ ছিল সামরিক বাহিনীর হাতে। ১৯৯৬ সালে শেখ হাসিনা ক্ষমতা নেয়ার মুহূর্তে সময়, ক্ষমতা ও সমাজ বিচারের পক্ষে ছিল না। রূঢ় হলেও এটি সত্য। পঁচাত্তরের পর যে শিশু জন্ম নিয়েছিল তারা জানত না, বঙ্গবন্ধু নামে কেউ এদেশে জন্মেছিল বা জাতির পিতা ছিল। এই রাষ্ট্রের অন্যতম শক্তিকেন্দ্র সামরিক বাহিনী। তখন উঁচুস্তরে যারা ছিলেন তাদের অনেকেই রক্তাক্ত পঁচাত্তর না হলে এত উপরে উঠতে পারতেন না। ক্ষমতার কেন্দ্রগুলোকে উত্ত্যক্ত করে বিচার দূরের কথা ক্ষমতায় টিকে থাকাও ছিল কষ্টসাধ্য। মনে রাখতে হবে ১৯৯৬ সালের ৭ম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল ১৪৬ আসন। আ স ম রবের মতো এরশাদী মোসাহেবসহ ৫টি ভোট ধার করে সরকার গঠন করতে হয়েছিল। একাত্তরের পরাজিতরা, খুনিরা, ষড়যন্ত্রকারীরা, মৌলবাদ সমাজে ছড়িয়ে দিয়েছিল বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও মুক্তচিন্তার বিরুদ্ধে রাশি রাশি ঘৃণা। শেখ হাসিনার সময়, ক্ষমতা ও সমাজের এ প্রতিকূলতাকে মোকাবেলা, হিমালয় অতিক্রম করাকেও হার মানায়। গোটা দেশে কানাঘুষা চলছিল মামলা করলে কী হবে, এ বিচার কোন দিন শেষ হবে না। ফারুককে যেদিন গ্রেফতার করা হয় সেদিন অনেকেই অবাক হয়ে বলেছিল শেখ হাসিনা বড় দুঃসাহসী হয়ে উঠেছেন। এসব অশুভ ইঙ্গিত ছিল। ২১ আগস্ট ২০০৪ শেখ হাসিনার জনসভায় বোমা হামলার এটাই ছিল প্রকৃত কারণ। বেগম জিয়া বিচার প্রক্রিয়াকে থামিয়ে দিয়েছিলেন হাইকোর্টে। পাকিস্তানি আদর্শ, মৌলবাদ ও মুক্তিযুদ্ধকে চিরতরে পরাস্ত করতে হলে শেখ হাসিনাকে চিরতরে বিদায় করার দরকার ছিল।

আসলে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাদের মৃত্যুদন্ড বহাল ও কার্যকর হয়েছে তার বাইরে রয়ে গেছে একঝাঁক ষড়যন্ত্রকারী, পটভূমি রচনাকারী, বিদেশের সাথে সংযোগকারী আন্তর্জাতিক চক্র। যেমন ধরুন লিবিয়ার নৈতিক সমর্থন না থাকলে লিবিয়া খুনিদের নিরাপদ আস্তানা হতো না। বঙ্গবন্ধু হত্যাকান্ডে আমেরিকার নৈতিক সমর্থন ছিল বলেই আজও খুনি রাশেদ দিব্যি ঘুরে বেড়াতে পারছে। বিশাল এক ক্যানভাসে মঞ্চস্থ হয়েছে পৃথিবীর নৃশংসতম এক হত্যালীলা। ফ্রাঙ্কফুট ওডার থেকে বার্লিন ফেরার পথে এক বিশ^বিদ্যালয় শিক্ষক আলাপচারিতায় বলেছিলেন- তিনি বাংলাদেশিদের ঘৃণা করেন, কারণ শেখ মুজিবের মতো এক অসাধারণ মানুষকে তারা হত্যা করেছে। তিনি বার্লিন বিশ^বিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর। লজ্জায় মাথা নিচু করা ছাড়া আমার উপায় ছিল না।

মহাভারতের হত্যাযজ্ঞ থেকে শুরু করে আলেন্দে হত্যাকান্ড পর্যন্ত সমস্ত ঘটনা তুলনা করে দেখলাম, বঙ্গবন্ধু হত্যাকান্ডের সাথে তুলনীয় কোন জঘন্য ঘটনা মানব ইতিহাসে ঘটেনি। সেসব ষড়যন্ত্রকারী, পটভূমি, রচনাকারী ও বিদেশি শত্রুরা কি ইতিহাসের বিচার এড়িয়ে যাবে দোর্দন্ড প্রতাপে? বঙ্গবন্ধু হত্যাকান্ড উদ্ঘাটনে কমিশন বাঙালি জাতিসত্তা, সভ্যতা ও প্রগতির স্বার্থে অপরিহার্য অনিবার্য। মহাত্মা গান্ধীকে হত্যাকারী শিবসেনা সমর্থক আইনজীবী নাথুরাম গডসেকে ফাঁসি দেয়া হলেও তার আদর্শকে মোকাবেলা করা হয়নি। সেদিন নাথুরামের রাজনৈতিক আদর্শের ভিত্তিভূমি, ষড়যন্ত্র, পটভূমি চিহ্নিত করা গেলে ভারতবর্ষে শিবসেনা, রাষ্ট্রীয় সেবক সংঘ ও বিজেপি দিল্লি দখল করতে পারতো না। তেমনি ১৫ আগস্ট হত্যাকারীদের রাজনৈতিক আদর্শ, পটভূমি রচনাকারীদের আদর্শ ও মৌলবাদকে চিহ্নিত করা না গেলে ভবিষ্যৎ কখনই ঝুঁকিমুক্ত হবে না। কমিশন গঠনের এটাই সর্বোত্তম সময়। সময় ও স্রোত কাহারো জন্য অপেক্ষা করে না। এরপর কথা উঠবে কমিশনের শেষ পরিণতি কী? কী উদঘাটন করতে চায় কমিশন? রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কমিশন ব্যবহৃত হবে না তো? প্রশ্নগুলোর যৌক্তিকতা আছে। আবার এসব প্রশ্ন উত্থাপন করে কমিশন গঠনকে ঠেকানোর অপচেষ্টা নেয়া হবে না তো? এসব প্রশ্ন যত বেশি উত্থাপিত হবে, ততই যৌক্তিক পরিণতির দিকে ধাবিত হবে রক্তাক্ত পঁচাত্তরের রহস্য উন্মোচন।

নেলসন ম্যান্ডেলা ক্ষমতা নিয়েই ইতিহাসের সত্য উন্মোচনে গঠন করেছিলেন ট্রুথ কমিশন। হাজার হাজার হৃদয়বিদারক ঘটনা উঠে এলো অবলীলায়। বেশির ভাগ অপরাধ সংঘটিত করেছিল শ্বেতাঙ্গরা

পৃথিবীব্যাপী একটি জনপ্রিয় ধারণার নাম ট্রুথ কমিশন। নেলসন ম্যান্ডেলা ক্ষমতা নিয়েই ইতিহাসের সত্য উন্মোচনে গঠন করেছিলেন ট্রুথ কমিশন। হাজার হাজার হৃদয়বিদারক ঘটনা উঠে এলো অবলীলায়। বেশির ভাগ অপরাধ সংঘটিত করেছিল শ্বেতাঙ্গরা। সত্য স্বীকার করায় অপরাধীরা ক্ষমা পেয়েছিল রাষ্ট্রের কাছে। তবে ক্ষমা পায়নি ভুক্তভোগী আর ইতিহাসের কাছে- এটাই সভ্যতার লাভ।

কমিশন বা ট্রুথ কমিশন যেটাই হোক, রক্তাক্ত পঁচাত্তরের সত্য ঘটনা আসুক দিনের আলোয়। বাংলাদেশ রাষ্ট্র অনেককে ক্ষমা করার সুযোগ পাবে। প্রদর্শিত ক্ষমায় বঙ্গবন্ধু ও তার পরিবারের বিদেহী আত্মাও শান্তি পাবে। লাভবান হবে বাঙালি জাতিসত্তা, সভ্যতা ও মুক্তিযুদ্ধের আদর্শ। আমার বিশ্বাস মুক্তিযুদ্ধের আদর্শকে পরিপূর্ণভাবে বুঝতে হলে আমাদের আরো বহুপথ অতিক্রম করতে হবে।

[লেখক : আইনজীবী, হাইকোর্ট]

শারদীয় পূজার দিনলিপি

ঋণের জন্য আত্মহত্যা, ঋণ নিয়েই চল্লিশা

জাকসু নির্বাচন ও হট্টগোল: আমাদের জন্য শিক্ষণীয় কী?

নরসুন্দর পেশার গুরুত্ব ও সামাজিক অবস্থার উন্নয়ন

বিভাগভিত্তিক এমপিআর নির্বাচন পদ্ধতি

প্ল্যাটফর্ম সমাজে বাংলাদেশ: জ্ঞানের ভবিষ্যৎ কার হাতে?

আনন্দবেদনার হাসপাতাল: সরকারি ও বেসরকারি চিকিৎসা ব্যবস্থার বাস্তবতা

ছবি

ভিন্ন ধরনের নির্বাচন, ভিন্ন ধরনের ফল

বেসরকারি খাতে সিআইবি’র যাত্রা: ঋণ ব্যবস্থার নতুন দিগন্ত

স্বাস্থ্যসেবায় মানবিকতা প্রতিষ্ঠা হোক

ছবি

নেপালে সরকার পতন ও বামপন্থীদের ভবিষ্যৎ

ডাকসু নির্বাচন ও সংস্কারপ্রয়াস: রাজনৈতিক চিন্তার নতুন দিগন্ত

নির্বাচন কি সব সমস্যার সমাধান

জিতিয়া উৎসব

ছবি

অলির পর নেপাল কোন পথে?

রম্যগদ্য: “মরেও বাঁচবি নারে পাগলা...”

অপরিকল্পিত নগরায়ন ও শ্রীপুর পৌরসভা

ভূরিভোজ, উচ্ছেদ এবং আদিবাসী পাহাড়িয়া

অনলাইন সংস্কৃতিতে হাস্যরসের সমাজবিজ্ঞান

মামলাজট নিরসনে দেওয়ানি কার্যবিধির সংস্কার

বাস্তব মস্কো বনাম বিভ্রান্ত ইউরোপ

ছাত্রসংসদ নির্বাচন ও ভবিষ্যৎ ছাত্ররাজনীতির গতিপ্রকৃতি

সড়ক দুর্ঘটনা: কারও মৃত্যু সাধারণ, কারও মৃত্যু বিশেষ

ঐকমত্য ছাড়াও কিছু সংস্কার সম্ভব

আবার বাড়ছে নিত্যপণ্যের দাম : সংকটে সাধারণ মানুষ

ডায়াবেটিস রোগীর সেবা ও জনসচেতনতা

ভিন্ন ধরনের ডাকসু নির্বাচন

ডাকসু নির্বাচন : পেছনে ফেলে আসি

প্রসঙ্গ : এলডিসি তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ

“কোপা চাটিগাঁ...”

ই-কমার্স হতে পারে প্রবৃদ্ধির ইঞ্জিন

ভারত-চীনের নতুন সমীকরণ

সাইবার যুগে মানুষের মর্যাদা ও নিরাপত্তা

ছবি

ভারত-চীন সম্পর্কে কৌশলগত উষ্ণতার সূচনা

ভারত-চীন সম্পর্কে কৌশলগত উষ্ণতার সূচনা

একজন নাগরিকের অভিমানী বিদায় ও রাষ্ট্রের নৈতিক সংকট

tab

opinion » post-editorial

ঐতিহাসিক সত্য উন্মোচনে ট্রুথ কমিশন

শঙ্কর প্রসাদ দে

বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১

পরবর্তী প্রজন্ম আজি হতে শত শত বর্ষ পরে কল্পনাও করতে পারবে না বিভীষিকাময় দিনগুলো। ১৬ ডিসেম্বর ১৯৭১। বিজয় এলো। তাজউদ্দীন সাহেব ২২ ডিসেম্বর এসেই পাকিস্তানি প্রশাসন এবং সামরিক আমলাতন্ত্র পুনর্বহাল করলেন। ১২ জানুয়ারি ১৯৭২, বঙ্গবন্ধু ও পুরনো সিভিল ও সামরিক কাঠামো নিয়ে এগোলেন। সর্বনাশের শুরু এখান থেকে।

সামরিক কর্তারা ভাবলেন তারাই দেশ স্বাধীন করেছেন আর রাজনৈতিক নেতারা প্রবাসী সরকারের নামে অনেকটা ঝুঁকিহীন অবস্থানে ছিলেন। আমরা কেউই সেনাকর্তাদের এ মনোভাবকে পাত্তা দেইনি। বঙ্গবন্ধু এদের নিজের সন্তান জ্ঞান করতেন। তিনি ইতিহাস থেকে শিক্ষা নেননি। পাকিস্তান সৃষ্টির দ্বিতীয় ব্যক্তি ও প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানকে সামরিক বাহিনীই হত্যা করেছে। সেনাপ্রধান আইয়ুব খান নির্বাচিত সরকারকে বন্দুকের গুঁতা দিয়ে বের করে দিলেন। নিজেকে ঘোষণা করলেন পাকিস্তানের প্রেসিডেন্ট।

বঙ্গবন্ধুকে হত্যা করা না হলে জিয়া সেনাপ্রধান হতেন না। ২৪ আগস্ট বঙ্গবন্ধু হত্যার মাত্র ৯ দিনের ব্যবধানে সেনাপ্রধান হয়েই জিয়া ক্ষমতার প্রকৃত মালিক হলেন। পরবর্তীতে বিচারপতি সায়েমকে বন্দুকের গুঁতায় বঙ্গভবন থেকে বের করে দিয়ে নিজেকে ঘোষণা করলেন প্রেসিডেন্ট। হুবহু পাকিস্তানি মডেলে আইয়ুবের পদাঙ্ক অনুসরণ করে জিয়ার বঙ্গভবন দখল রূপকথাকেও হার মানায়। লিয়াকত আলী খান হত্যার বিচার হয়নি। কারণ গত ৭০ বছরে পাকিস্তান রাষ্ট্রে সময়, ক্ষমতা ও সমাজের নিয়ন্ত্রণ ছিল সামরিক বাহিনীর হাতে। ১৯৯৬ সালে শেখ হাসিনা ক্ষমতা নেয়ার মুহূর্তে সময়, ক্ষমতা ও সমাজ বিচারের পক্ষে ছিল না। রূঢ় হলেও এটি সত্য। পঁচাত্তরের পর যে শিশু জন্ম নিয়েছিল তারা জানত না, বঙ্গবন্ধু নামে কেউ এদেশে জন্মেছিল বা জাতির পিতা ছিল। এই রাষ্ট্রের অন্যতম শক্তিকেন্দ্র সামরিক বাহিনী। তখন উঁচুস্তরে যারা ছিলেন তাদের অনেকেই রক্তাক্ত পঁচাত্তর না হলে এত উপরে উঠতে পারতেন না। ক্ষমতার কেন্দ্রগুলোকে উত্ত্যক্ত করে বিচার দূরের কথা ক্ষমতায় টিকে থাকাও ছিল কষ্টসাধ্য। মনে রাখতে হবে ১৯৯৬ সালের ৭ম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল ১৪৬ আসন। আ স ম রবের মতো এরশাদী মোসাহেবসহ ৫টি ভোট ধার করে সরকার গঠন করতে হয়েছিল। একাত্তরের পরাজিতরা, খুনিরা, ষড়যন্ত্রকারীরা, মৌলবাদ সমাজে ছড়িয়ে দিয়েছিল বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও মুক্তচিন্তার বিরুদ্ধে রাশি রাশি ঘৃণা। শেখ হাসিনার সময়, ক্ষমতা ও সমাজের এ প্রতিকূলতাকে মোকাবেলা, হিমালয় অতিক্রম করাকেও হার মানায়। গোটা দেশে কানাঘুষা চলছিল মামলা করলে কী হবে, এ বিচার কোন দিন শেষ হবে না। ফারুককে যেদিন গ্রেফতার করা হয় সেদিন অনেকেই অবাক হয়ে বলেছিল শেখ হাসিনা বড় দুঃসাহসী হয়ে উঠেছেন। এসব অশুভ ইঙ্গিত ছিল। ২১ আগস্ট ২০০৪ শেখ হাসিনার জনসভায় বোমা হামলার এটাই ছিল প্রকৃত কারণ। বেগম জিয়া বিচার প্রক্রিয়াকে থামিয়ে দিয়েছিলেন হাইকোর্টে। পাকিস্তানি আদর্শ, মৌলবাদ ও মুক্তিযুদ্ধকে চিরতরে পরাস্ত করতে হলে শেখ হাসিনাকে চিরতরে বিদায় করার দরকার ছিল।

আসলে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাদের মৃত্যুদন্ড বহাল ও কার্যকর হয়েছে তার বাইরে রয়ে গেছে একঝাঁক ষড়যন্ত্রকারী, পটভূমি রচনাকারী, বিদেশের সাথে সংযোগকারী আন্তর্জাতিক চক্র। যেমন ধরুন লিবিয়ার নৈতিক সমর্থন না থাকলে লিবিয়া খুনিদের নিরাপদ আস্তানা হতো না। বঙ্গবন্ধু হত্যাকান্ডে আমেরিকার নৈতিক সমর্থন ছিল বলেই আজও খুনি রাশেদ দিব্যি ঘুরে বেড়াতে পারছে। বিশাল এক ক্যানভাসে মঞ্চস্থ হয়েছে পৃথিবীর নৃশংসতম এক হত্যালীলা। ফ্রাঙ্কফুট ওডার থেকে বার্লিন ফেরার পথে এক বিশ^বিদ্যালয় শিক্ষক আলাপচারিতায় বলেছিলেন- তিনি বাংলাদেশিদের ঘৃণা করেন, কারণ শেখ মুজিবের মতো এক অসাধারণ মানুষকে তারা হত্যা করেছে। তিনি বার্লিন বিশ^বিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর। লজ্জায় মাথা নিচু করা ছাড়া আমার উপায় ছিল না।

মহাভারতের হত্যাযজ্ঞ থেকে শুরু করে আলেন্দে হত্যাকান্ড পর্যন্ত সমস্ত ঘটনা তুলনা করে দেখলাম, বঙ্গবন্ধু হত্যাকান্ডের সাথে তুলনীয় কোন জঘন্য ঘটনা মানব ইতিহাসে ঘটেনি। সেসব ষড়যন্ত্রকারী, পটভূমি, রচনাকারী ও বিদেশি শত্রুরা কি ইতিহাসের বিচার এড়িয়ে যাবে দোর্দন্ড প্রতাপে? বঙ্গবন্ধু হত্যাকান্ড উদ্ঘাটনে কমিশন বাঙালি জাতিসত্তা, সভ্যতা ও প্রগতির স্বার্থে অপরিহার্য অনিবার্য। মহাত্মা গান্ধীকে হত্যাকারী শিবসেনা সমর্থক আইনজীবী নাথুরাম গডসেকে ফাঁসি দেয়া হলেও তার আদর্শকে মোকাবেলা করা হয়নি। সেদিন নাথুরামের রাজনৈতিক আদর্শের ভিত্তিভূমি, ষড়যন্ত্র, পটভূমি চিহ্নিত করা গেলে ভারতবর্ষে শিবসেনা, রাষ্ট্রীয় সেবক সংঘ ও বিজেপি দিল্লি দখল করতে পারতো না। তেমনি ১৫ আগস্ট হত্যাকারীদের রাজনৈতিক আদর্শ, পটভূমি রচনাকারীদের আদর্শ ও মৌলবাদকে চিহ্নিত করা না গেলে ভবিষ্যৎ কখনই ঝুঁকিমুক্ত হবে না। কমিশন গঠনের এটাই সর্বোত্তম সময়। সময় ও স্রোত কাহারো জন্য অপেক্ষা করে না। এরপর কথা উঠবে কমিশনের শেষ পরিণতি কী? কী উদঘাটন করতে চায় কমিশন? রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কমিশন ব্যবহৃত হবে না তো? প্রশ্নগুলোর যৌক্তিকতা আছে। আবার এসব প্রশ্ন উত্থাপন করে কমিশন গঠনকে ঠেকানোর অপচেষ্টা নেয়া হবে না তো? এসব প্রশ্ন যত বেশি উত্থাপিত হবে, ততই যৌক্তিক পরিণতির দিকে ধাবিত হবে রক্তাক্ত পঁচাত্তরের রহস্য উন্মোচন।

নেলসন ম্যান্ডেলা ক্ষমতা নিয়েই ইতিহাসের সত্য উন্মোচনে গঠন করেছিলেন ট্রুথ কমিশন। হাজার হাজার হৃদয়বিদারক ঘটনা উঠে এলো অবলীলায়। বেশির ভাগ অপরাধ সংঘটিত করেছিল শ্বেতাঙ্গরা

পৃথিবীব্যাপী একটি জনপ্রিয় ধারণার নাম ট্রুথ কমিশন। নেলসন ম্যান্ডেলা ক্ষমতা নিয়েই ইতিহাসের সত্য উন্মোচনে গঠন করেছিলেন ট্রুথ কমিশন। হাজার হাজার হৃদয়বিদারক ঘটনা উঠে এলো অবলীলায়। বেশির ভাগ অপরাধ সংঘটিত করেছিল শ্বেতাঙ্গরা। সত্য স্বীকার করায় অপরাধীরা ক্ষমা পেয়েছিল রাষ্ট্রের কাছে। তবে ক্ষমা পায়নি ভুক্তভোগী আর ইতিহাসের কাছে- এটাই সভ্যতার লাভ।

কমিশন বা ট্রুথ কমিশন যেটাই হোক, রক্তাক্ত পঁচাত্তরের সত্য ঘটনা আসুক দিনের আলোয়। বাংলাদেশ রাষ্ট্র অনেককে ক্ষমা করার সুযোগ পাবে। প্রদর্শিত ক্ষমায় বঙ্গবন্ধু ও তার পরিবারের বিদেহী আত্মাও শান্তি পাবে। লাভবান হবে বাঙালি জাতিসত্তা, সভ্যতা ও মুক্তিযুদ্ধের আদর্শ। আমার বিশ্বাস মুক্তিযুদ্ধের আদর্শকে পরিপূর্ণভাবে বুঝতে হলে আমাদের আরো বহুপথ অতিক্রম করতে হবে।

[লেখক : আইনজীবী, হাইকোর্ট]

back to top