alt

আমি- শেষ

আশরাফ আহমদ

: বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

পাখিদের দেখাদেখি বোর্ডিং-পাস হাতে

আমার উড়াল-স্বপ্ন গলাটা বাড়াতেই,

বিমানবালার হাতে খপ করে

ধরে ফেললে, নিরাপত্তার নামে;

সেখানেই শেষ।

বাতাস তোমার বাড়ি, আমাকে থামালে।

প্রচণ্ড শ্বাসকষ্ট হলো,

আকাশ থেকে নেমে আসতে থাকলো

মেঘের হাতিরা।

লাজুক লতার দেহে নেতিয়ে পড়লাম,

ভেঙে পড়লো সুরমার পার,

আমার ইস্কুল, ইস্কুলের বেঞ্চ,

ডুবে মরলো তোমার ক্রোধের স্রোতে।

বিদ্যা-বুদ্ধি গেলো,

নদীর অপর পার গড়ার স্বপ্নও শেষ!

দক্ষ কোনো তীরন্দাজ যেনো

মারণাস্ত্রে বিদ্ধ করলো ব্রহ্মতালু,

ফিনকি দিয়ে আগুন বেরুলো,

কিন্তু সেই আলোকের বিচ্ছুরণ

মানুষের চোখেই পড়লো না।

সব ধারদেনা পড়ে রইলো,

কাউকে বলাও হলো না- বিদায়,

তার আগেই শেষ!

আপাতদৃষ্টিতে, এই যে ঘুরছি ফিরছি

পদ্যটদ্যের ঘোরে,

রাজহাঁস খুঁজে মরছি শান্ত জলে,

এ কিন্তু আমি নই, অন্য কেউ,

আমি তো কোমায়।

শুয়ে শুয়ে ফেইসবুকে

তোমার পোস্টানো ছবি দেখে যাচ্ছে

মীনচক্ষু, চিনতে পারছেনা।

আমার ভালত্ব যতো, মুছে দিয়ে

ভালোই করেছো, ওসব অন্যের ছিলো।

আর, এ জীবন ভালোই লাগছিলো না,

ভালোই করেছো, শূন্যের খোলস করে।

আকাশের দাবি-দাওয়া ছেড়ে

খোলসের শূন্য মেপে মেপে, অতঃপর

আসল আমিতে যাই।

কার্তিকের স্নান

ছবি

মহিবুল আলমের কবিতায় নদী ও নারী

ছবি

কবি মাহমুদ কামাল ও নিমগ্ন আত্মার সাধক

ছবি

স্পর্শ

ছবি

নুরুন্নাহার মুন্নির গল্প

ছবি

মাটির মমতায় হেমন্ত বিকেল

ছবি

লোরকার দেশে

ছবি

জীবনানন্দ দাশ দূর-সময়ের সার্বভৌম কবি

ছবি

পথ ভিন্ন : প্রসঙ্গ লালন

ছবি

মার্গারেট অ্যাটউড ‘রানিং দ্য ব্যাট’

ছবি

এলোমেলো স্মৃতির সমরেশ মজুমদার

সাময়িকী কবিতা

ছবি

লোরকার দেশে

ছবি

বিমল গুহের কবিতার অন্তর্জগৎ ও শিল্পৈশ্বর্য

ছবি

কবিতার সুনীল সুনীলের কবিতা

ছবি

রূপান্তরের অকথিত গল্পটা

ছবি

মানব সভ্যতার আত্মবিশ্লেষণের আয়না

ছবি

বাইরে একটা কিছু জ্বলছে

ছবি

‘কাফকার মতো হবো বলে আইন পড়েছিলাম’

ছবি

সত্যেন সেনের উপন্যাস: মিথ ও ইতিহাসলগ্ন মানুষ

ছবি

বিস্ময়ের সীমা নাই

ছবি

নগর বাউল ও ত্রিকালদর্শী সন্ত কবি শামসুর রাহমান

সাময়িকী কবিতা

ছবি

ও বন্ধু আমার

ছবি

লোরকার দেশে

ছবি

শামসুর রাহমানের কবিতায় ‘মিথ’

ছবি

বহুমাত্রিক শামসুর রাহমান

ছবি

দূর-সময়ের সার্বভৌম কবি

ছবি

মাহফুজ আল-হোসেন-এর দশটি কবিতা

ছবি

মনোজগতের অন্বেষায়

সাময়িকী কবিতা

ছবি

এক ঘর রোদ

ছবি

দ্রোহের রম্য পঙ্ক্তিমালা

ছবি

সংবেদী রঙে ও রেখায় প্রাণের উন্মোচন

ছবি

অলস দিনের হাওয়া

ছবি

লাসলো ক্রাসনাহোরকাইয়ের মর্মস্পর্শী ও দূরদর্শী সাহিত্যকর্ম

tab

আমি- শেষ

আশরাফ আহমদ

বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

পাখিদের দেখাদেখি বোর্ডিং-পাস হাতে

আমার উড়াল-স্বপ্ন গলাটা বাড়াতেই,

বিমানবালার হাতে খপ করে

ধরে ফেললে, নিরাপত্তার নামে;

সেখানেই শেষ।

বাতাস তোমার বাড়ি, আমাকে থামালে।

প্রচণ্ড শ্বাসকষ্ট হলো,

আকাশ থেকে নেমে আসতে থাকলো

মেঘের হাতিরা।

লাজুক লতার দেহে নেতিয়ে পড়লাম,

ভেঙে পড়লো সুরমার পার,

আমার ইস্কুল, ইস্কুলের বেঞ্চ,

ডুবে মরলো তোমার ক্রোধের স্রোতে।

বিদ্যা-বুদ্ধি গেলো,

নদীর অপর পার গড়ার স্বপ্নও শেষ!

দক্ষ কোনো তীরন্দাজ যেনো

মারণাস্ত্রে বিদ্ধ করলো ব্রহ্মতালু,

ফিনকি দিয়ে আগুন বেরুলো,

কিন্তু সেই আলোকের বিচ্ছুরণ

মানুষের চোখেই পড়লো না।

সব ধারদেনা পড়ে রইলো,

কাউকে বলাও হলো না- বিদায়,

তার আগেই শেষ!

আপাতদৃষ্টিতে, এই যে ঘুরছি ফিরছি

পদ্যটদ্যের ঘোরে,

রাজহাঁস খুঁজে মরছি শান্ত জলে,

এ কিন্তু আমি নই, অন্য কেউ,

আমি তো কোমায়।

শুয়ে শুয়ে ফেইসবুকে

তোমার পোস্টানো ছবি দেখে যাচ্ছে

মীনচক্ষু, চিনতে পারছেনা।

আমার ভালত্ব যতো, মুছে দিয়ে

ভালোই করেছো, ওসব অন্যের ছিলো।

আর, এ জীবন ভালোই লাগছিলো না,

ভালোই করেছো, শূন্যের খোলস করে।

আকাশের দাবি-দাওয়া ছেড়ে

খোলসের শূন্য মেপে মেপে, অতঃপর

আসল আমিতে যাই।

back to top