ক্রসরোড
বিমল গুহ
পথ চলতে কত দৃশ্য চোখে পড়ে
কত দৃশ্য ডিগবাজি দিয়েছে দিনলিপির পাতায়
চেনাস্মৃতি আঁকা হয় দস্তানার ভাঁজে;
এইসব কথকতা আমাদের জীবন-আখ্যান।
দূরের মন্দিরা বাজে
উঁকি দেয় ভোর
তির্যক আলো এসে পড়ে আঙ্গিনায়
স্তরে স্তরে জমা হতে থাকে যত ভেদ-চিন্তারূপ;
আমাদের উত্তরাধিকারীগণ সমস্বরে বলে এই কথা!
লুপ্তস্মৃতি লোকগল্প মানুষকে মুগ্ধ করে রাখে
ব্যস্ত রাখে
সেইকথা লেখা হয় ইতিহাসে।
লোকমুখে ঐতিহ্যের এইসব গল্পকথা শুনে থমকে দাঁড়াই,
চোখ তোলে না-চেনা অতীত
মানুষের শুভবোধও বাৎসল্য-স্মৃতির কাছে হার মানে;
জীবনের গল্প বলে আঙ্গিনার প্রাচীন পাথর
অকস্মাৎ অচিন বিদ্যুৎরেখা ছলকে ওঠে চোখে-
আমরা দাঁড়াই এসে আরবার স্মৃতি-আঁকা ব্যস্ত ক্রসরোডে।
নদী মেলা
নাজমুস সামস
নদী মেলা করবো এবার
তাই পদ্মা, মেঘনা, সুরমা যমুনা
প্রভৃতি নদীকে চিঠি দিয়েছি
রুই-কাতল-পাঙ্গাশ-ইলিশ
মাছও বলেছে তারা মেলায়
অংশগ্রহণ করবে।
শামুক-ঝিনুক, গুইলও এগোতে থাকবে
খাল আর পুকুরও প্রতিনিধি পাঠাবে
আর এভাবেই নদী মেলা রঙিন হয়ে যাবে
লেজাররশ্মি
খালেদ চৌধুরী
জুলুম আর মজলুম
পরস্পর বিপরীত-
মজলুমের ফরিয়াদ,
জুলুমবাজের সিংহনাদ।
পালা বদলের এই মহড়ায়
যতই অন্ধকার আর
লৌহ-কপাটের বেড়ি থাক;
লেজারের রশ্মিতে-
সকল বাধা টুটে
ভুলগুলো ফুল হয়ে ফুটবেই।