image

রাজধানীর মানিকনগরে তিন বাসে আগুন

নিজস্ব বার্তা পরিবেশক

রাজধানীর মানিকনগরে একুশে এক্সপ্রেস পরিবহনের তিন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দুটি বাস বাস সম্পূর্ণ ও একটি আংশিক পুড়ে গেছে, তবে কেউ হতাহত হননি।

বুধবার (৬ ডিসেম্বর) বিকালে মানিকনগর চৌরাস্তায় এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনারুল ইসলাম দোলন।

আনোয়ারুল ইসলাম জানান, বুধবার বিকালে মানিকনগর চৌরাস্তায় দাঁড় করিয়ে রাখা বাসগুলোতে আগুন দেওয়া হয়। এতে দুটি বাস সম্পূর্ণ এবং একটি বাস আংশিক পুড়ে যায়।

খবর পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিকাল সাড়ে ৫টার দিকে আগুন নেভায়।

‘সারাদেশ’ : আরও খবর

» ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২৫

» ২০২৫ সালে সড়কে মৃত্যুর ৩৬% মোটরসাইকেল দুর্ঘটনা

সম্প্রতি