রাজধানীর মানিকনগরে একুশে এক্সপ্রেস পরিবহনের তিন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দুটি বাস বাস সম্পূর্ণ ও একটি আংশিক পুড়ে গেছে, তবে কেউ হতাহত হননি।
বুধবার (৬ ডিসেম্বর) বিকালে মানিকনগর চৌরাস্তায় এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনারুল ইসলাম দোলন।
আনোয়ারুল ইসলাম জানান, বুধবার বিকালে মানিকনগর চৌরাস্তায় দাঁড় করিয়ে রাখা বাসগুলোতে আগুন দেওয়া হয়। এতে দুটি বাস সম্পূর্ণ এবং একটি বাস আংশিক পুড়ে যায়।
খবর পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিকাল সাড়ে ৫টার দিকে আগুন নেভায়।
বিজ্ঞান ও প্রযুক্তি: মাইক্রোসফট কোপাইলটে সাইবার ইন্টেলিজেন্স যুক্ত করেছে সফোস
বিজ্ঞান ও প্রযুক্তি: বিকাশ অ্যাপে ‘আমার বিকাশ’ আইকন
বিজ্ঞান ও প্রযুক্তি: আইনসঙ্গত ও নিরাপদ মোবাইল ব্যবহার নিশ্চিতকরণে এনইআইআর দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন