দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে, আগামী চার দিন পর তাপমাত্রা আরও কমতে পারে। আবার কোথাও কোথাও বৃষ্টিও হতে পারে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতি নিয়ে দেওয়া বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল উত্তরের এ জনপদে, ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে বলেন, তেঁতুলিয়ায় আগের বছরগুলোর মতো এবারও কয়েক দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। তবে দেশের অন্যত্র তাপমাত্রা আগামী অন্তত চার দিন প্রায় একই রকম থাকবে। তাপমাত্রা কমতে পারে ২৫ ডিসেম্বরের পর থেকে।
বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে, আগামী চার দিন পর তাপমাত্রা আরও কমতে পারে। আবার কোথাও কোথাও বৃষ্টিও হতে পারে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতি নিয়ে দেওয়া বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল উত্তরের এ জনপদে, ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে বলেন, তেঁতুলিয়ায় আগের বছরগুলোর মতো এবারও কয়েক দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। তবে দেশের অন্যত্র তাপমাত্রা আগামী অন্তত চার দিন প্রায় একই রকম থাকবে। তাপমাত্রা কমতে পারে ২৫ ডিসেম্বরের পর থেকে।