বরিশালের বানারীপাড়া উপজেলায় মামীর বাবার বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসলে নেমে সিলেটের এক তরুণী নিখোঁজ হয়েছেন।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার মরিচবুনিয়া গ্রামে ভেলুয়া নদীতে ওই তরুণী নিখোঁজ হয় বলে জানিয়েছেন বানারীপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার আনোয়ার হোসেন।
নিখোঁজ শান্তা (১৮) সিলেট শহরের সৌদি আরব প্রবাসী মো. সোহেল রানার মেয়ে। তিনি মহাখালী টি অ্যান্ড টি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।
স্থানীয় বাসিন্দা সাইমুন বলেন, মরিচবুনিয়া গ্রামের বাসিন্দা আয়নাল হকের মেয়ের সঙ্গে শনিবার সকাল ৯টার দিকে বেড়াতে আসেন শান্তা। পরে বেলা ১১টার দিকে ছোট বোন লামিয়াকে নিয়ে নদীতে গোসল করতে যান। এক পর্যায়ে স্রোতে তলিয়ে যান শান্তা।
বিশারকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত বলেন, সাঁতার না জানায় ওই তরুণী স্রোতে ভেসে যান। স্থানীয়ভাবে ডুবুরি দিয়ে তিন ঘণ্টার মত নদীতে তল্লাশি চালিয়ে খোঁজ না পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হয়।
ফায়ার সার্ভিসের আনোয়ার হোসেন বলেন, সন্ধ্যা হওয়ায় উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি। রোববার সকালে উদ্ধার কাজ শুরু করা হবে।
শনিবার, ১৩ এপ্রিল ২০২৪
বরিশালের বানারীপাড়া উপজেলায় মামীর বাবার বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসলে নেমে সিলেটের এক তরুণী নিখোঁজ হয়েছেন।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার মরিচবুনিয়া গ্রামে ভেলুয়া নদীতে ওই তরুণী নিখোঁজ হয় বলে জানিয়েছেন বানারীপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার আনোয়ার হোসেন।
নিখোঁজ শান্তা (১৮) সিলেট শহরের সৌদি আরব প্রবাসী মো. সোহেল রানার মেয়ে। তিনি মহাখালী টি অ্যান্ড টি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।
স্থানীয় বাসিন্দা সাইমুন বলেন, মরিচবুনিয়া গ্রামের বাসিন্দা আয়নাল হকের মেয়ের সঙ্গে শনিবার সকাল ৯টার দিকে বেড়াতে আসেন শান্তা। পরে বেলা ১১টার দিকে ছোট বোন লামিয়াকে নিয়ে নদীতে গোসল করতে যান। এক পর্যায়ে স্রোতে তলিয়ে যান শান্তা।
বিশারকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত বলেন, সাঁতার না জানায় ওই তরুণী স্রোতে ভেসে যান। স্থানীয়ভাবে ডুবুরি দিয়ে তিন ঘণ্টার মত নদীতে তল্লাশি চালিয়ে খোঁজ না পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হয়।
ফায়ার সার্ভিসের আনোয়ার হোসেন বলেন, সন্ধ্যা হওয়ায় উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি। রোববার সকালে উদ্ধার কাজ শুরু করা হবে।