বরিশালে এক কিশোরীকে হোটেলে আটকে রেখে ধর্ষণের দায়ে বাছিরউদ্দিন নামক এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. ইয়ারব হোসেন স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহণ শেষে এই দণ্ড প্রদান করেন। দণ্ডিত বাছিরউদ্দিন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বড় প্রেমহার গ্রামের আবদুল মালেক জমাদ্দারের ছেলে।
মামলায় অভিযোগ করা হয়েছে ধর্ষিতা কিশোরীর বাবা নেই। তার অসহায়ত্বের সুযোগ নিয়ে দূরসম্পর্কিয় আত্মীয় বাছিরউদ্দিন কিশোরীকে চিকিৎসকের কাছে নেবার কথা বলে ২০১২ সনের ৫ নভেম্বর বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আবাসিক হোটেল সাউথ বেঙ্গলের ১৫ নং কক্ষে ওঠে এবং সেখানেই তাকে ধর্ষণ করে। পরদিন সকালে কিশোরী পালিয়ে হোটেল থেকে বেরিয়ে এসে পুলিশকে সব ঘটনা জানায়। এ বিষয়ে কোতয়ালি থানায় একটি মামলা হলে পুলিশ বাছিরউদ্দিনকে গ্রেপ্তার করে এবং কিশোরীকে ওসিসিতে রাখে।
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
বরিশালে এক কিশোরীকে হোটেলে আটকে রেখে ধর্ষণের দায়ে বাছিরউদ্দিন নামক এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. ইয়ারব হোসেন স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহণ শেষে এই দণ্ড প্রদান করেন। দণ্ডিত বাছিরউদ্দিন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বড় প্রেমহার গ্রামের আবদুল মালেক জমাদ্দারের ছেলে।
মামলায় অভিযোগ করা হয়েছে ধর্ষিতা কিশোরীর বাবা নেই। তার অসহায়ত্বের সুযোগ নিয়ে দূরসম্পর্কিয় আত্মীয় বাছিরউদ্দিন কিশোরীকে চিকিৎসকের কাছে নেবার কথা বলে ২০১২ সনের ৫ নভেম্বর বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আবাসিক হোটেল সাউথ বেঙ্গলের ১৫ নং কক্ষে ওঠে এবং সেখানেই তাকে ধর্ষণ করে। পরদিন সকালে কিশোরী পালিয়ে হোটেল থেকে বেরিয়ে এসে পুলিশকে সব ঘটনা জানায়। এ বিষয়ে কোতয়ালি থানায় একটি মামলা হলে পুলিশ বাছিরউদ্দিনকে গ্রেপ্তার করে এবং কিশোরীকে ওসিসিতে রাখে।