সারাদেশের মতো গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, শরীয়তপুরের জাজিরা এবং চাঁপাইনবাবগঞ্জে গত রোববার সকাল থেকে ৩ দিনব্যাপী কৃষি মেলা অনুষ্ঠিত হচ্ছে। এ বিষয়ে গোপালগঞ্জ, শরীয়তপুর এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন
গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ দিনব্যাপী কৃষি মেলা অনুষ্ঠিত হচ্ছে। টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় এই মেলার আয়োজন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
রোববার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হকের সভাপতিত্বে বেলুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে কৃষি মেলার উদ্বোধন করেন টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল শেখ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের সরদার, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল ওহাব শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, পৌর কাউন্সিলর ফায়েক শেখ প্রমুখ।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কৃষাণ-কৃষাণীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মেলায় মোট ২৪টি স্টল বসেছে। আজ মঙ্গলবার পর্যন্ত এই মেলা চলবে।
শরীয়তপুর : ‘কৃষি প্রযুক্তি দিয়ে করবো চাষ, সুখে থাকবো বারো মাস’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শরীয়তপুরের জাজিরা উপজেলা পরিষদ চত্বরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা চলছে। গত রোববার সকালে মেলার উদ্বোধন করেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা।
উদ্বোধনের আগে মেলা উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা কৃষি অফিসের মিলনায়তনে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে জাজিরা উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুকের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা। আলোচনা শেষে অতিথিরা উপজেলার বিভিন্ন এলাকার কৃষক ও ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন।
এ সময় জাজিরা উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. পলাশ খান এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাওন মিয়াসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এলাকার কৃষক, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ : কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা-২০২৪ অনুষ্ঠিত হচ্ছে। গত রোববার সকাল সাড়ে ৯টায় ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। পরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন এবং শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো. আব্দুল ওদুদ এমপি। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, নারী উদ্যোক্তা কামরুন্নাহার ইতি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে দখেন। মেলায় কৃষকদের উদ্বুদ্ধকরণে নৌকার মধ্যে আম, কাঁঠাল, পাকা তাল, কুমড়া, বিভিন্ন জাতের আলু এবং মাশরুমসহ নানান কৃষি পণ্য থরে থরে সাজানো রয়েছে।
সোমবার, ১০ জুন ২০২৪
সারাদেশের মতো গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, শরীয়তপুরের জাজিরা এবং চাঁপাইনবাবগঞ্জে গত রোববার সকাল থেকে ৩ দিনব্যাপী কৃষি মেলা অনুষ্ঠিত হচ্ছে। এ বিষয়ে গোপালগঞ্জ, শরীয়তপুর এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন
গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩ দিনব্যাপী কৃষি মেলা অনুষ্ঠিত হচ্ছে। টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় এই মেলার আয়োজন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
রোববার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হকের সভাপতিত্বে বেলুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে কৃষি মেলার উদ্বোধন করেন টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল শেখ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের সরদার, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল ওহাব শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, পৌর কাউন্সিলর ফায়েক শেখ প্রমুখ।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কৃষাণ-কৃষাণীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মেলায় মোট ২৪টি স্টল বসেছে। আজ মঙ্গলবার পর্যন্ত এই মেলা চলবে।
শরীয়তপুর : ‘কৃষি প্রযুক্তি দিয়ে করবো চাষ, সুখে থাকবো বারো মাস’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শরীয়তপুরের জাজিরা উপজেলা পরিষদ চত্বরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা চলছে। গত রোববার সকালে মেলার উদ্বোধন করেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা।
উদ্বোধনের আগে মেলা উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা কৃষি অফিসের মিলনায়তনে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে জাজিরা উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুকের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা। আলোচনা শেষে অতিথিরা উপজেলার বিভিন্ন এলাকার কৃষক ও ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন।
এ সময় জাজিরা উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. পলাশ খান এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাওন মিয়াসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এলাকার কৃষক, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ : কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা-২০২৪ অনুষ্ঠিত হচ্ছে। গত রোববার সকাল সাড়ে ৯টায় ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। পরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন এবং শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো. আব্দুল ওদুদ এমপি। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, নারী উদ্যোক্তা কামরুন্নাহার ইতি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে দখেন। মেলায় কৃষকদের উদ্বুদ্ধকরণে নৌকার মধ্যে আম, কাঁঠাল, পাকা তাল, কুমড়া, বিভিন্ন জাতের আলু এবং মাশরুমসহ নানান কৃষি পণ্য থরে থরে সাজানো রয়েছে।