image

কা‌শিমপুর কারাগার‌ে এক কারারক্ষী মাদকসহ আটক

শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪
প্রতিনিধি, গাজীপুর:

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে কর্মরত কারারক্ষী মোঃ সবুজ মিয়াকে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) কারাগার গেইট‌ে তার চলাচল সন্দে‌হজনক মনে হলে থকে দেহতললাশী চা‌লিয়ে কসটেপে মোড়ানো ১০ প্যাকেট গাঁজা ৯৬০ গ্রাম, ১ টি মিনি বাটন মোবাইল, ১ টি চার্জার ক্যাবল ও ৯৭ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গাজীপুর মহানগর পুলিশের (জিএম‌পি) কোনাবা‌ড়ি থানা পু‌লিশে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত সবুজ মিয়া ঢাকা জেলার ধামরাই উপজেলার চর ডাউটিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

কোনাবা‌ড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম সংবাদকে জানান,কা‌রাগার থেকে এক কারারক্ষীকে মাদকসহ থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি