চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাট বাজারে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় যুবদল নেতা মুহাম্মদ ফরিদ গুলিবিদ্ধ হন। শনিবার রাত সাড়ে আটটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, প্রায় ১০ থেকে ১৫ মিনিট ধরে গোলাগুলি চলতে থাকে, যার ফলে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ আতঙ্কে ছুটোছুটি শুরু করেন। পরিস্থিতির অবনতির কারণে বাজারের বেশির ভাগ দোকানপাট বন্ধ করে দেওয়া হয়।
গুলিবিদ্ধ ফরিদকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের বদুমুন্সি পাড়া এলাকার বাসিন্দা।
ঘটনার দুই ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে আটক করতে পারেনি। রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন রশিদ জানান, তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন এবং গোলাগুলির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪
চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাট বাজারে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় যুবদল নেতা মুহাম্মদ ফরিদ গুলিবিদ্ধ হন। শনিবার রাত সাড়ে আটটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, প্রায় ১০ থেকে ১৫ মিনিট ধরে গোলাগুলি চলতে থাকে, যার ফলে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ আতঙ্কে ছুটোছুটি শুরু করেন। পরিস্থিতির অবনতির কারণে বাজারের বেশির ভাগ দোকানপাট বন্ধ করে দেওয়া হয়।
গুলিবিদ্ধ ফরিদকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের বদুমুন্সি পাড়া এলাকার বাসিন্দা।
ঘটনার দুই ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে আটক করতে পারেনি। রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন রশিদ জানান, তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন এবং গোলাগুলির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।