ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে একাধিক সড়ক দুর্ঘটনা ও বৃষ্টির কারণে প্রায় ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট ও যানবাহনের ধীরগতি সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় কিছু অংশে থেমে থেমে যান চলাচল করলেও অনেক স্থানে দীর্ঘ সময়ের জন্য আটকা থাকছে যানবাহনগুলোর। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
শুক্রবার ভোর ৪টা থেকে বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা বাইপাস এলাকা পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মোহাম্মদ নান্নু খান।
ওসি বলেন, কালিহাতী লিংক রোডে একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়৷ এমনিতেই সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। এর ওপর ভারি বৃষ্টির কারণে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক সরাতে কিছুটা সময় লেগে যায়। ফলে ২২ কিলোমিটার এলাকায় এ যানজটের সৃষ্টি হয়।
যানজট নিরসনে কাজ চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে একাধিক সড়ক দুর্ঘটনা ও বৃষ্টির কারণে প্রায় ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট ও যানবাহনের ধীরগতি সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় কিছু অংশে থেমে থেমে যান চলাচল করলেও অনেক স্থানে দীর্ঘ সময়ের জন্য আটকা থাকছে যানবাহনগুলোর। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
শুক্রবার ভোর ৪টা থেকে বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা বাইপাস এলাকা পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মোহাম্মদ নান্নু খান।
ওসি বলেন, কালিহাতী লিংক রোডে একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়৷ এমনিতেই সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। এর ওপর ভারি বৃষ্টির কারণে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক সরাতে কিছুটা সময় লেগে যায়। ফলে ২২ কিলোমিটার এলাকায় এ যানজটের সৃষ্টি হয়।
যানজট নিরসনে কাজ চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।