ফেনীর পরশুরামের বিলোনিয়া স্থলবন্দরের ভারতীয় অংশে বাংলাদেশবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে সনাতনী হিন্দু সমাজের ব্যানারে ৫০-৬০ জন ভারতীয় নাগরিক এই বিক্ষোভে অংশ নেন। তাঁরা ইসকনের পক্ষে ও বাংলাদেশ সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি বাংলাদেশে ভারতীয় পণ্য ও বিদ্যুৎ রপ্তানি বন্ধের দাবি জানান।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিক্ষোভকারীরা ভারতের নো ম্যানস ল্যান্ডে ঢুকে বাংলাদেশের দিকে মাইক তাক করে উচ্চ শব্দে প্রায় আধা ঘণ্টা স্লোগান দেন। পরে বিএসএফ সদস্যরা তাঁদের সরিয়ে দেয়।
বিলোনিয়ার বাসিন্দা এম এ হাসান জানান, বাংলাদেশ সরকার ও শীর্ষ ব্যক্তিত্বকে নিয়ে কটাক্ষপূর্ণ স্লোগান অত্যন্ত নিন্দনীয়। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, বিক্ষোভের প্রতিবাদে বিএসএফকে প্রথমে মৌখিক এবং পরে লিখিতভাবে জানানো হয়েছে। বিএসএফ ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।
বিলোনিয়া স্থলবন্দরের কাস্টমস কর্মকর্তা আমিনুল হক এবং ইমিগ্রেশন চেকপোস্টের এসআই শাহ আলম জানান, সীমান্তের শূন্যরেখায় উচ্চ শব্দে মাইক বাজিয়ে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেওয়া অস্বাভাবিক ও নিন্দনীয়। জেলা প্রশাসন ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, ঘটনার পর থেকে বিলোনিয়া স্থলবন্দরে বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪
ফেনীর পরশুরামের বিলোনিয়া স্থলবন্দরের ভারতীয় অংশে বাংলাদেশবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে সনাতনী হিন্দু সমাজের ব্যানারে ৫০-৬০ জন ভারতীয় নাগরিক এই বিক্ষোভে অংশ নেন। তাঁরা ইসকনের পক্ষে ও বাংলাদেশ সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি বাংলাদেশে ভারতীয় পণ্য ও বিদ্যুৎ রপ্তানি বন্ধের দাবি জানান।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিক্ষোভকারীরা ভারতের নো ম্যানস ল্যান্ডে ঢুকে বাংলাদেশের দিকে মাইক তাক করে উচ্চ শব্দে প্রায় আধা ঘণ্টা স্লোগান দেন। পরে বিএসএফ সদস্যরা তাঁদের সরিয়ে দেয়।
বিলোনিয়ার বাসিন্দা এম এ হাসান জানান, বাংলাদেশ সরকার ও শীর্ষ ব্যক্তিত্বকে নিয়ে কটাক্ষপূর্ণ স্লোগান অত্যন্ত নিন্দনীয়। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, বিক্ষোভের প্রতিবাদে বিএসএফকে প্রথমে মৌখিক এবং পরে লিখিতভাবে জানানো হয়েছে। বিএসএফ ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।
বিলোনিয়া স্থলবন্দরের কাস্টমস কর্মকর্তা আমিনুল হক এবং ইমিগ্রেশন চেকপোস্টের এসআই শাহ আলম জানান, সীমান্তের শূন্যরেখায় উচ্চ শব্দে মাইক বাজিয়ে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেওয়া অস্বাভাবিক ও নিন্দনীয়। জেলা প্রশাসন ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, ঘটনার পর থেকে বিলোনিয়া স্থলবন্দরে বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।