পূর্বাচলের লেকে পাওয়া মরদেহটির পরিচয় মিলেছে৷ নিহতের নাম সুজানা৷ ১৮ বছর বয়সী এ তরুণী ঢাকার ভাসানটেক সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী৷
সুজানা ঢাকার কচুক্ষেত এলাকার মৃত আব্বাস মিয়ার কন্যা৷ তার মা চম্পা বেগম মরদেহটি শনাক্ত করেছেন বলে জানান জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম৷
পরিবারের সদস্যদের বরাতে এ পুলিশ কর্মকর্তা জানান, সোমবার বিকেলে বান্ধবীর বাসায় যাবে বলে বের হয়েছিল সুজানা৷ রাতে আর ফেরেনি৷ গণমাধ্যমে এক কিশোরীর মরদেহ উদ্ধার হয়েছে জানার পর তারা পুলিশের সাথে যোগাযোগ করে মরদেহটি সুজানার বলে শনাক্ত করেন৷
এ ঘটনায় পরিবারের অভিযোগের প্রেক্ষিতে মামলা হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা মেহেদী৷
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
পূর্বাচলের লেকে পাওয়া মরদেহটির পরিচয় মিলেছে৷ নিহতের নাম সুজানা৷ ১৮ বছর বয়সী এ তরুণী ঢাকার ভাসানটেক সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী৷
সুজানা ঢাকার কচুক্ষেত এলাকার মৃত আব্বাস মিয়ার কন্যা৷ তার মা চম্পা বেগম মরদেহটি শনাক্ত করেছেন বলে জানান জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম৷
পরিবারের সদস্যদের বরাতে এ পুলিশ কর্মকর্তা জানান, সোমবার বিকেলে বান্ধবীর বাসায় যাবে বলে বের হয়েছিল সুজানা৷ রাতে আর ফেরেনি৷ গণমাধ্যমে এক কিশোরীর মরদেহ উদ্ধার হয়েছে জানার পর তারা পুলিশের সাথে যোগাযোগ করে মরদেহটি সুজানার বলে শনাক্ত করেন৷
এ ঘটনায় পরিবারের অভিযোগের প্রেক্ষিতে মামলা হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা মেহেদী৷