রাতভর শাস্ত্রীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হলো দুই দিনব্যাপী লক্ষ্যাপার চতুর্দশ বার্ষিক শাস্ত্রীয় সংগীত সম্মিলন। এবারের সম্মেলনটি উৎসর্গ করা হয়েছে ভারতের কিংবদন্তি তবলা শিল্পী ওস্তাদ জাকির হুসেনকে।
সম্মিলনের প্রারম্ভিক অধিবেশন শুরু হয় বৃহস্পতিবার নারায়ণগঞ্জের বেইলি স্কুল প্রাঙ্গণে। শিশু-কিশোর অঙ্গনে শাস্ত্রীয় সংগীতের প্রসার কল্পে লক্ষ্যাপারের এ আয়োজন।
এবারের প্রারম্ভিক অধিবেশনে নারায়ণগঞ্জ ও ঢাকার বেশকিছু বিদ্যালয়ের শিক্ষার্থীদের রাগাশ্রয়ী বাংলা গানের পরিবেশনার পাশাপাশি বেঙ্গল পরম্পরা সংগীতালয় ও লক্ষ্যাপার পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীদের সম্মেলক খেয়াল ও সেতার পরিবেশনা ছিল।
সম্মিলনের দ্বিতীয় দিন শুক্রবার দ্বিতীয় অধিবেশন শুরু হয় বিকাল তিনটায় নগরীর আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের পরীক্ষণ থিয়েটার হলে। এই অধিবেশনে সংগীতাচার্য রেজোয়ান আলীর পরিচালনায় “শাস্ত্রীয় সংগীত: পরিপ্রেক্ষিত ও প্রাসঙ্গিকতা” শিরোনামে একটি বক্তৃতা ও আলাপন পর্ব অনুষ্ঠিত হয়। এই পর্বে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
লক্ষ্যাপার চতুর্দশ বার্ষিক শাস্ত্রীয় সংগীত সম্মিলনের শীর্ষ অধিবেশন শুরু হয় সন্ধ্যা ছয়টায় একই মিলনায়তনে। এই পর্বে শেষের কন্ঠ ও যন্ত্রে গুণী শাস্ত্রীয় সংগীত শিল্পীদের পরিবেশনা থাকে। শুরুতেই ওস্তাদ জাকির হুসেনের অনবদ্য একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয় এবং এরপরই উৎসর্গ পত্র পাঠ ও তবলা শিল্পী সবুজ আহমেদের দল অন্তর্ধ্বনির তবলা লহরা পরিবেশনের মাধ্যমে এই গুণী তাল শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
রোববার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
রাতভর শাস্ত্রীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হলো দুই দিনব্যাপী লক্ষ্যাপার চতুর্দশ বার্ষিক শাস্ত্রীয় সংগীত সম্মিলন। এবারের সম্মেলনটি উৎসর্গ করা হয়েছে ভারতের কিংবদন্তি তবলা শিল্পী ওস্তাদ জাকির হুসেনকে।
সম্মিলনের প্রারম্ভিক অধিবেশন শুরু হয় বৃহস্পতিবার নারায়ণগঞ্জের বেইলি স্কুল প্রাঙ্গণে। শিশু-কিশোর অঙ্গনে শাস্ত্রীয় সংগীতের প্রসার কল্পে লক্ষ্যাপারের এ আয়োজন।
এবারের প্রারম্ভিক অধিবেশনে নারায়ণগঞ্জ ও ঢাকার বেশকিছু বিদ্যালয়ের শিক্ষার্থীদের রাগাশ্রয়ী বাংলা গানের পরিবেশনার পাশাপাশি বেঙ্গল পরম্পরা সংগীতালয় ও লক্ষ্যাপার পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীদের সম্মেলক খেয়াল ও সেতার পরিবেশনা ছিল।
সম্মিলনের দ্বিতীয় দিন শুক্রবার দ্বিতীয় অধিবেশন শুরু হয় বিকাল তিনটায় নগরীর আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের পরীক্ষণ থিয়েটার হলে। এই অধিবেশনে সংগীতাচার্য রেজোয়ান আলীর পরিচালনায় “শাস্ত্রীয় সংগীত: পরিপ্রেক্ষিত ও প্রাসঙ্গিকতা” শিরোনামে একটি বক্তৃতা ও আলাপন পর্ব অনুষ্ঠিত হয়। এই পর্বে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
লক্ষ্যাপার চতুর্দশ বার্ষিক শাস্ত্রীয় সংগীত সম্মিলনের শীর্ষ অধিবেশন শুরু হয় সন্ধ্যা ছয়টায় একই মিলনায়তনে। এই পর্বে শেষের কন্ঠ ও যন্ত্রে গুণী শাস্ত্রীয় সংগীত শিল্পীদের পরিবেশনা থাকে। শুরুতেই ওস্তাদ জাকির হুসেনের অনবদ্য একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয় এবং এরপরই উৎসর্গ পত্র পাঠ ও তবলা শিল্পী সবুজ আহমেদের দল অন্তর্ধ্বনির তবলা লহরা পরিবেশনের মাধ্যমে এই গুণী তাল শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।